অপেক্ষার অবসান! এবার ভারতের রাস্তায় চলবে রোড-ট্রেন, বড় আপডেট সামনে আনলেন গড়করি

বাংলাহান্ট ডেস্ক : রেলওয়ে ট্র্যাকে শুধু নয়, এবার ট্রেন চলবে সড়ক পথেও। অবিশ্বাস্য লাগলেও এমন ঘটনাই ঘটতে চলেছে আমাদের ভারতে (India)। শুধু রেলওয়ে ট্র্যাক বা মেট্রো নয়, সড়কপথেই দেখা মিলবে বিশেষ রোড ট্রেনের। ভলভো গ্রুপের তৈরি দেশের প্রথম রোড ট্রেনের সূচনা হল ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করির হাত ধরে।

ট্রেন চলবে ভারতের (India) রাস্তাতেও

দেশের লজিস্টিক ক্ষেত্রকে আরও উন্নত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। এবার আধুনিক ভারতের মাটিতে গড়াতে চলেছে রোড ট্রেন (Road Train)। এই ধরনের শক্তিশালী রোড ট্রেন লজিস্টিক ক্ষেত্রে আনবে নতুন জোয়ার। দেশের প্রথম রোড ট্রেন নিয়ে তাই স্বাভাবিকভাবেই সব মহলে শুরু হয়েছে উত্তেজনা।

আরোও পড়ুন : কলকাতা হাইকোর্টে আবেদনের নির্দেশ! এবার সুপ্রিম-ভর্ৎসনার মুখে CBI! কোন মামলায়?

ভারতের লজিস্টিক খাতকে আধুনিকীকরণের উদ্দেশ্যে পথে নামানো হয়েছে এই রোড ট্রেনকে। দেশের লজিস্টিক (Logistics) খাতকে আরো শক্তিশালী করে তুলতে এই ধরনের উন্নত এবং পরিবেশ বান্ধব যানবাহন নিঃসন্দেহে যুগান্তকারী এক সময়ের সূচনা করল।

আরোও পড়ুন : ‘প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব’! এবার খোলা চ্যালেঞ্জ মমতার! তোলপাড় বাংলা

আগামী দিনে লজিস্টিক ক্ষেত্রকে আরো উন্নত করার লক্ষ্যে ভারত সরকারের তরফে এই ধরনের রোড ট্রেন চালানোর অনুমতি প্রদান করা হয়েছে। এই ধরনের দীর্ঘ ট্রেইল ট্রাক রোড ট্রেনগুলি একত্রে ভারী কার্গো পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। একটি প্রাইম মুভার সমন্বয়ে গঠিত এই রোড ট্রেনগুলির সামনে থাকে একটি ট্রাক, যেটি দুটির বেশি ট্রেলার টেনে নিয়ে যেতে সক্ষম। 

Volvo Trucks Introduces India First Road Train

রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মন্ত্রকের মতে, পরিবহন অবকাঠামোর আধুনিকীকরণ এবং লজিস্টিক ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের ভারতের চলমান প্রচেষ্টার একটি অংশ এই রোড ট্রেন। উচ্চ-দক্ষতা এবং দীর্ঘ দূরত্ব পরিবহনের জন্য অনুকূলিত এফএম ৪২০ মডেলটি ভারতে নিয়ে এসেছে ভলভো।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর