জি এর কাছে হেরে ভূত, নতুন মেগার জন্য এই সিরিয়াল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জলসার!

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে যেমন একের পর এক নতুন সিরিয়াল (Serial) শুরু হয়ে চলেছে, তেমনি বেশ সেইসব ধারাবাহিককে জায়গা দিতে অন্যান্য সিরিয়ালগুলির (Serial) উপরে পড়ছে কোপ। হয় সেগুলি শেষ করে দেওয়া হচ্ছে, নয়তো বদলে দেওয়া হচ্ছে স্লট। জি বাংলা থেকে স্টার জলসা, সর্বত্র ছবিটা একই রকম।

সামনে এল নতুন সিরিয়ালের (Serial) স্লট

জি বাংলায় দুটি সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে খুব শীঘ্রই। ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘দুগ্গামণি ও বাঘ মামা’, এই দুটি ধারাবাহিক শুরু চলেছে আগামী মাস থেকেই। অন্যদিকে স্টার জলসাতেও প্রকাশ্যে এসেছে একটি নতুন সিরিয়ালের (Serial) প্রোমো। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা জুটি বেঁধে কামব্যাক করছেন ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালে। এর আগেই প্রকাশ্যে এসেছিল এই ‘ব্যতিক্রমী’ সিরিয়ালের (Serial) প্রোমো। আর এবার জানা গেল ধারাবাহিক শুরুর দিনক্ষণ।

Star jalsha took big decision for this serial

সরানো হল এই মেগাকে: বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, কোন স্লটে আসতে পারে এই নতুন সিরিয়াল তা নিয়ে। নতুন সিরিয়াল (Serial) সাধারণত প্রাইম স্লটেই আসে। আর বেশ অনেকদিন ধরেই জলসার সাড়ে সাতটা, আটটা, সাড়ে আটটা এবং নটা, চারটি স্লটই বেশ দুর্বল। এই চারটি স্লটেই প্রতিপক্ষ জি বাংলার সিরিয়ালের কাছে হারছে জলসার সিরিয়ালগুলি (Serial)। তাই মনে করা হয়েছিল এর মধ্যেই একটি স্লটে আসতে পারে নতুন সিরিয়াল। বিশেষ করে সন্ধ্যা আটটার স্লটে পরশুরামকে আনা হতে পারে বলেই মনে করা হচ্ছিল।

আরো পড়ুন : চড়চড়িয়ে চড়বে TRP, মহাশিবরাত্রিতে “মহা তাণ্ডব” পর্ব আনছে জলসার টপার মেগা!

কী সিদ্ধান্ত নিল চ্যানেল: অবশেষে সেই আশঙ্কাটাই সত্যি হল। সম্প্রতি চ্যানেলের তরফে সামনে আনা হয়েছে পরশুরামের সম্প্রচার সময়। আগামী ১০ ই মার্চ থেকে রাত আটটার স্লটে সম্প্রচারিত হবে এই সিরিয়াল (Serial)। জি বাংলার বেঙ্গল টপার পরিণীতার বিপরীতেই আনা হচ্ছে নতুন মেগাকে। তবে উড়ানের পরিণতি কী হবে তা এখনো স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, সম্ভবত নতুন স্লটে দেওয়া হবে এই ধারাবাহিককে (Serial)।

আরো পড়ুন : ‘দুগ্গামণি’র দাপটে ওলটপালট স্লট, জল্পনা সত্যি করে কোপ পড়ল জি এর মেগায়!

এ বিষয়ে অনুরাগের ছোঁয়ার স্লটের কথাও ভাবনা চিন্তা করতে পারে চ্যানেল। এই মুহূর্তে অনুরাগের ছোঁয়ার টিআরপি বেশ কম। উপরন্তু সিরিয়ালটি শেষ হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তাই দর্শকদের অনেকে মনে করছে, ওই সময়ে দেওয়া হতে পারে উড়ানকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর