বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের মতো শেষ হয়েছে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। মাধ্যমিকের প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখার পাশাপাশি, প্রশ্নপত্র ফাঁস রুখতে এবছর আনা হয়েছে একাধিক কড়াকড়ি। কিন্তু, কথায় আছে, ‘বজ্র আঁটুনির ফসকা গেরো।’ সেকথাই এবার অক্ষরে অক্ষরে মিলে গেল মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও। অভিযোগ উঠল মাধ্যমিক পরীক্ষায় ‘এআই’ অ্যাপ ব্যবহার করার। কৃত্রিম মেধার ব্যবহার করে মাধ্যমিকের অংক পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়েছেন খাস কলকাতার একটি স্কুলের পরীক্ষার্থী।
মাধ্যমিক (Madhyamik) পরীক্ষায় AI ব্যবহার!
জানা যাচ্ছে, অভিযোগ মিলতেই, সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে তাঁর। এছাড়া বারবার বারণ সত্বেও মোবাইল ফোন ব্যবহার করায় আরেও পাঁচ জন পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা শুরুর আগে থেকেই এবছর একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। বারবার সতর্ক করে পরীক্ষার্থীদের পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছিল,পরীক্ষার হলে মোবাইল ফোন কিংবা অন্য কোনো বৈদ্যুতিক গ্যাজেট মিললেই ওই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকাদেরও মোবাইল ব্যবহারের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। কিন্তু এত কড়াকড়ি সত্ত্বেও সমস্ত নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে রাজ্যে জুড়ে একাধিক স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগ জমা পড়েছে। এবার কয়েক ধাপ এগিয়ে গিয়ে এআই বা কৃত্রিম মেধা ব্যবহার করে মাধ্যমিকের (Madhyamik) অংক পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠল এক পরীক্ষার্থীর বিরুদ্ধে।
সূত্রের খবর দক্ষিণ কলকাতা বদরতলা হাই স্কুলের ওই পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল বটতলা হাই স্কুলে। অভিযোগ অঙ্ক পরীক্ষার প্রশ্ন মিলতেই, সেই প্রশ্ন সে লিখে পাঠিয়েছিল কৃত্রিম মেধা যুক্ত অ্যাপে। জানা যাচ্ছে, ওই একই সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে মোট ছ’টি মোবাইল ফোন। তারা প্রত্যেকেই মোবাইলের মাধ্যমে অন্যত্র প্রশ্নপত্র পাঠিয়েছিল।
আরও পড়ুন: ‘ভালো কর্মী না হলে ভালো নেতা বা নেত্রী হওয়া কঠিন!’ এবার কুণালের নিশানায় কে?
অভিযোগ এদের মধ্যে তিনজন পরীক্ষার প্রশ্নের ছবি তুলে বাড়ির শিক্ষক-শিক্ষিকাকে পাঠিয়েছিল। একজন পাঠিয়েছিলেন তার সিনিয়রকে। অপরজন প্রশ্ন পাঠিয়েছিলেন বান্ধবীকে।
পর্ষদ সূত্রে খবর, এই বছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোট ১৯ জন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র থেকে মোবাইল সমেত ধরা পড়েছেন। এছাড়াও এমন একজন পরীক্ষার্থী ছিলেন যিনি স্মার্টওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে ধরা পড়েছেন। জানা যাচ্ছে, এদের প্রত্যেকের, এবছরের জন্য মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে।