SSC-শিক্ষা দফতরকে পদক্ষেপের নির্দেশ! পর্ষদকেও ‘ডেডলাইন’ বেঁধে দিল হাইকোর্ট! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি (SSC) ও রাজ্যের শিক্ষা দফতরকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সঙ্গেই তিন সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশপত্র দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে (WBBSE)। সম্প্রতি একটি মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন।

কোন মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)?

জানা যাচ্ছে, আবেদনকারী মনিকুল হোসেনের বাবা মহম্মদ কোরবান হোসেন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০০২ সালে প্রধান শিক্ষক হন তিনি। এরপর থেকে সেই পদেই আসীন ছিলেন। ২০২১ সালের ২ জানুয়ারি কোরবানের অবসর নেওয়ার কথা ছিল। তবে তার কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয় তাঁর। অবসর নেওয়ার আগের দিন তথা ২০২১ সালের ১ জানুয়ারি সকাল ৮:১৩ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে ওই সরকারি কর্মীর বয়স ছিল ৫৯ বছর ১১ মাস ২৯ দিন। অর্থাৎ চাকরি থেকে অবসরগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে প্রয়াত হন ওই প্রধান শিক্ষক। এমতাবস্থায় অনুকম্পাজনিত কারণে বাবার চাকরি চেয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন জানান কোরবানের বড় ছেলে মনিকুল। তবে অভিযোগ, সেই আর্জিতে সাড়া দেয়নি এসএসসি। এরপরেই হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে বড় খবর! হঠাৎ ‘এই’ ১১ জনকে তলব করল CBI! ঘুরবে মামলার মোড়?

মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম এদিন বলেন, মৃত্যুকালে কোরবানের বয়স ৬০ হয়নি। সেই কারণে অনুকম্পাজনিত কারণে তাঁর ছেলে চাকরি পাওয়ার দাবিদার। পাল্টা কমিশনের (School Service Commission) তরফ থেকে দাবি করা হয়, ওই প্রধান শিক্ষকের যখন মৃত্যু হয়, তখন তাঁর বয়স প্রায় ৬০ বছর হয়ে গিয়েছিল। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ৬০ বছরে পা দিতেন তিনি। সেই কারণে তাঁর বয়স ৬০ হয়ে গিয়েছে বলেই বিবেচনা করা উচিত। আর তাই পরিবারের অন্য কোনও সদস্যকে চাকরি দেওয়া যায় না।

Calcutta High Court

পাল্টা মামলাকারীর আইনজীবী স্পষ্ট বলেন, মৃত্যুকালে কোরবানের বয়স মোটেই ৬০ বছর হয়নি। সেই কারণে তাঁর বড় ছেলে মনিকুলকে চাকরি দেওয়া উচিত। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর এসএসসি, রাজ্য শিক্ষা দফতর (West Bengal Education Department) এবং মধ্যশিক্ষা পর্ষদকে বড় নির্দেশ দেন বিচারপতি ভট্টাচার্য।

হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, দুর্ভাগ্যজনকভাবে ওই প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। সেই সময় তাঁর বয়স ৬০ হয়নি। তাই অনুকম্পাজনিত কারণে তাঁর পরিবারের সদস্যের চাকরি পাওয়ার অধিকার রয়েছে। এমতাবস্থায় সমগ্র বিষয়টি নিয়ে এসএসসি ও রাজ্য শিক্ষা দফতরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গেই তিন সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশপত্র দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। এই মামলায় এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর