দোলের আগেই রাজ্যে আসছেন অমিত শাহ? তার আগে ঘোষণা হতে পারে BJP-র রাজ্য সভাপতির নাম!

বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assemby Elections)। ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে নানান রাজনৈতিক দল। এই আবহে এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কয়েকদিন আগে শোনা গিয়েছিল, সম্ভবত দোল উৎসবের পরে বাংলায় আসবেন তিনি। তবে এখন জানা যাচ্ছে, আগামী ৮ মার্চ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগেই ঘোষণা হতে পারে বিজেপির (BJP) নতুন রাজ্য সভাপতির নাম!

৩ দিনের মধ্যেই বিজেপির (BJP) নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা?

বিগত কয়েক মাস ধরেই বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে নানান কানাঘুষো শোনা যাচ্ছে। সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে কাকে দেখা হাবে সেই নিয়ে চর্চা অব্যাহত। এসবের মাঝেই এখন জানা যাচ্ছে, আগামী ৮ মার্চের আগে বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। অমিত শাহের বঙ্গ সফরের আগেই এই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, বিজেপির (BJP) পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে বেশ কয়েকজন হেভিওয়েট রয়েছেন। কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোষ্ঠীর পছন্দের প্রার্থী হলেন জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপির একটি সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দৌড়ে রয়েছেন। তবে তাঁর ক্ষেত্রে সমস্যা হল, তিনি আরএসএসের ছত্রছায়ায় বেড়ে ওঠেননি। ফলে নন্দীগ্রামের বিধায়কের নামে আরএসএসের আপত্তি থাকতে পারে।

আরও পড়ুনঃ অভিষেক-ঘনিষ্ঠ সঞ্জয় অতীত! এবার মমতার মানহানির মামলা লড়বেন ‘এই’ দাপুটে আইনজীবী

ওই রিপোর্ট অনুযায়ী, বাংলার বুকে আরএসএসের (RSS) পছন্দের নেতা হলেন দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য। তবে প্রাক্তন সভাপতি দিলীপের ক্ষেত্রে শুভেন্দু-সুকান্ত দুই গোষ্ঠীরই আপত্তি রয়েছে। এমতাবস্থায় এগিয়ে রয়েছেন বিজেপির সাংগঠনিক নেতা হিসেবে পরিচিত সুব্রত চট্টোপাধ্যায়। সংশ্লিষ্ট প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছিল।

BJP

বিগত কয়েক মাসে বিজেপির (BJP) নতুন রাজ্য সভাপতি হিসেবে নানান সংবাদমাধ্যমে একাধিক নাম নিয়ে চর্চা হয়েছে। এখনও সেই চর্চা চলছে। গেরুয়া শিবিরের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হলেই এই জল্পনায় ইতি পড়বে। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার আগে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। কানাঘুষো শোনা যাচ্ছে, আগামী ৮ মার্চ বঙ্গে আসতে পারেন শাহ। শেষ অবধি সেদিন না আসলেও বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব সম্পন্ন হওয়ার পর তিনি রাজ্য সফরে আসতে পারেন বলে খবর। ১০ মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। শোনা যাচ্ছে, তার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসতে পারেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর