বাংলাহান্ট ডেস্ক : টিআরপির লড়াইয়ে কেউ কাউকে একটুও জায়গা ছেড়ে দিতে রাজি নয়। বিভিন্ন সিরিয়াল (Serial) তো বটেই, টক্কর চলছে চ্যানেলগুলির মধ্যেও। বিশেষত হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি রয়েছে জি বাংলা আর স্টার জলসা। কে কাকে টেক্কা দেবে তা নিয়ে আলোচনা চলছে দর্শকদের মধ্যেও।
নতুন সিরিয়াল (Serial) আনছে চ্যানেলগুলি
জি বাংলা নতুন সিরিয়াল (Serial) আনার ক্ষেত্রে আপাতত এগিয়ে রয়েছে। একসঙ্গে তিন তিনটি ধারাবাহিক আনছে এই চ্যানেল। দুগ্গামণি ও বাঘমামা, তুই আমার হিরো, চিরদিনই তুমি যে আমার এর মতো সিরিয়াল শুরু হচ্ছে জি বাংলায়। নতুন সিরিয়াল ‘(Serial) দুগ্গামণি’র হাত ধরে জি বাংলার পর্দাতেই কামব্যাক করেছেন মানালি মনীষা দে। আগামীতে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে (Serial) দীর্ঘ বিরতির পর ফিরছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল।
নতুন মেগা আসছে জলসায়: পিছিয়ে নেই স্টার জলসাও। এবার দর্শক টানতে একেবারে ভিন্ন ধরণের সিরিয়াল (Serial) আনছে জলসা, যা প্রথম বার দেখা যেতে চলেছে এই চ্যানেলে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে ‘পরশুরাম আজকের নায়ক’। তবে শুধু এই একটি সিরিয়াল নয়। নামী প্রোডাকশন ক্রেজি আইডিয়াজ খুব শীঘ্রই নতুন সিরিয়াল (Serial) আনতে চলেছে বলে খবর। এবার এই সিরিয়াল নিয়ে এল বড় খবর।
আরো পড়ুন : গুরুদক্ষিণার নজির! একই শিক্ষকের কাছে শিখে সারেগামাপা বিজয়ী দেয়াশিনী-অতনু, ফাঁস গুরুর পরিচয়
কী খবর এল: যেমনটা জানা যাচ্ছে, ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে এই সিরিয়াল (Serial), যেখানে মুখ্য চরিত্রে থাকছেন দুই নায়ক অভিষেক বীর শর্মা এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নায়িকা হিসেবে দেখা যেতে পারে অভিনেত্রী দিয়া বসুকে। সিরিয়ালের (Serial) সম্ভাব্য নাম হতে পারে ‘বুলেট সরোজিনী’।
আরো পড়ুন : একের পর এক “অবিচার”, বছর ঘোরার আগেই বিরাট “ধাক্কা”! জলসার মেগার জন্য দাবি রাখলেন দর্শক
উল্লেখ্য, গুঞ্জন সত্যি হলে এই সিরিয়ালে একসঙ্গে হবেন তিন চ্যানেলের তিন নায়ক নায়িকা। এর আগে কালার্স বাংলার ‘সোহাগ চাঁদ’এ দেখা গিয়েছে অভিষেককে। অর্ণবকে শেষ দেখা গিয়েছে স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’এ। অন্যদিকে সান বাংলার ‘কনস্টেবল মঞ্জু’তে দেখা গিয়েছে দিয়াকে।