জোড়া দুঃসংবাদ! নতুন মেগার কোপে বিপাকে দুই মেগা, বড় সিদ্ধান্ত জলসার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গত বছরের শেষ লগ্ন থেকেই বেশ কিছু সিরিয়াল (Serial) বন্ধ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। নতুন বছরের শুরুতেই একের পর এক ধারাবাহিক বন্ধের সঙ্গে সঙ্গে বেশ কিছু সিরিয়াল শুরুও হচ্ছে। নতুন দের জায়গা করে দিতে পুরনোদেরই বিদায় নিতে হয়। বর্তমানে অবশ্য কোনো সিরিয়াল (Serial) পুরনো হওয়ার আগেই কম টিআরপির কারণে বন্ধ হয়ে যাচ্ছে।

স্টার জলসায় আসছে দুটি সিরিয়াল (Serial)

জি বাংলায় বেশ কিছু অদলবদল হয়েছে সিরিয়াল (Serial) শুরু বন্ধের জেরে। স্টার জলসাতেও এমনি পরিস্থিতি। একটি সিরিয়াল শুরু হতে চলেছে ওই চ্যানেলে। নতুন সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ‘পরশুরাম আজকের নায়ক’। এই সিরিয়ালের (Serial) হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করছেন তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু। রাত আটটার প্রাইম স্লটে দেখা যাবে এই মেগাকে।

This two serial may land in trouble for new serial

আসছে আরো একটি সিরিয়াল: আরো একটি ধারাবাহিকও শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে স্টার জলসায়। যদিও সিরিয়ালের (Serial) প্রোমো বা আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। তবে গুঞ্জন তুঙ্গে এই সিরিয়াল নিয়ে। ক্রেজি আইডিয়াজ প্রোডাকশন খুব শীঘ্রই নতুন সিরিয়াল (Serial) আনতে চলেছে বলে খবর। স্টার জলসাতেই আসতে চলেছে সিরিয়ালটি। কিন্তু কোন স্লটে এই ধারাবাহিক আসবে, কোন সিরিয়ালের (Serial) উপরেই বা কোপ পড়বে তা নিয়ে অব্যাহত রয়েছে জল্পনা।

আরো পড়ুন : ফের জমবে TRP-র যুদ্ধ, মুখোমুখি দুই চ্যানেল, কখন দেখবেন সোনার সংসার-পরিবার অ্যাওয়ার্ড?

কোপ পড়বে জোড়া সিরিয়ালে: সাধারণত যেকোনো নতুন সিরিয়াল (Serial) আনা হয় প্রাইম স্লটে। আর এক্ষেত্রে মনে করা হচ্ছে রাত সাড়ে আটটার স্লটে আনা হতে পারে এই নতুন সিরিয়ালকে। ওই স্লটে এই মুহূর্তে সম্প্রচারিত হচ্ছে ‘গৃহপ্রবেশ’ সিরিয়ালটি। তবে গুঞ্জন বলছে, ক্রেজির নতুন সিরিয়াল (Serial) আসলে সরতে হতে পারে গৃহপ্রবেশকে। রাত সাড়ে দশটায় দেওয়া হতে পারে আদৃত শুভলক্ষ্মীর মেগাকে।

আরো পড়ুন : একটি মন্তব্যেই কেরিয়ার শেষ! কমেডি শো মামলায় অসম পুলিশের কাছে হাজিরা রণবীরের

এদিকে রাত নটার স্লট থেকে আগেই সরিয়ে রাতে পাঠিয়ে দেওয়া হয়েছে ‘শুভ বিবাহ’কে। কিন্তু ওই স্লটেও আরেকটি মেগা (Serial) আসলে পাকাপাকি ভাবে হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে সিরিয়ালটি। সেক্ষেত্রে জোড়া ধাক্কা লাগবে স্টার জলসা চ্যানেলে। যদিও সবটাই এখনো রয়েছে জল্পনার স্তরে। চ্যানেলের তরফে এখনো কিছু জানানো হয়নি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X