কাটমানির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বামফ্রন্টের

 

সৌগত মন্ডল,রামপুরহাট-বীরভূম

(রামপুরহাট-বীরভূম):

বীরভূমের রামপুরহাট পৌরসভার ১৭ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সি.পি.আই (এম) কাউন্সিলার কমঃ সঞ্জীব মল্লিক। বিগত সাত বছর ধরে তৃণমূল পরিচালিত পৌরবোর্ড ১৭ নং ওয়ার্ডের কোনো কাজ বামফ্রন্টের কাউন্সিলারকে করতে দিচ্ছে না। বেশ কয়েকবার এর প্রতিবাদ করা হয়েছে,কোনো সুরাহা হয়নি। চেয়ারম্যানকে চিঠি লিখে জানতে চাওয়া হলে তিনি জানান পার্টির নির্দেশেই এটা করা হচ্ছে।

 

সঞ্জীব মল্লিক বিরোধী দলের কাউন্সিলার বলেই কি, পৌরসভার সব কাজ থেকে বঞ্চিত? প্রশ্ন উঠছে শাষক দলের বিরুদ্ধে। বিগত আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ১৮( আঠারো ) লক্ষ টাকা ১৭ নং ওয়ার্ডের জন্য এসেছে সেই টাকা ওয়ার্ডবাসীদের না দিয়ে তৃণমূল কাউন্সিলার রা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে এবং বাকী টাকা পৌরভোটে ওই ওয়ার্ডেই খরচ করার জন্য রাখা হয়েছে। ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার সব ওয়ার্ডেই আবাস যোজনার জন্য বাড়ি পিছু ৪০০০০(চল্লিশ ) হাজার করে টাকা নেওয়া হয়েছে।

IMG 20190725 WA0176

বতর্মানে তৃণমূলের দুই কাউন্সিলারের( অমল ও টিঙ্কু) ফোনের কথোপকথনে কাটমানি নেওয়ার কথা স্পষ্টভাবে প্রমানিত।

সম্পর্কিত খবর