দেশে কত কালো টাকা আছে সেই বিষয়ে কোনো ধারনাই নেই কেন্দ্রের

 

বাংলা হান্ট ডেস্ক : 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিলের সিদ্ধান্ত নেন কালো টাকা উদ্ধারের জন্য। দুবছরের কাছাকাছি সময়কেটে গেলেও কালো টাকা নিয়ে তেমন কোন সদুত্তর পাওয়া যায়নি। দেশ থেকে কালো টাকা দূর করতে আর বিদেশের বিভিন্ন ব্যাংকে কত কালো টাকা আছে তা জানার জন্য একাধিক পরিকল্পনা করা সত্ত্বেও এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছুতেই সফল হয়নি কেন্দ্রীয় সরকার।

 

সকলকে আশ্চর্য করে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, দেশে কত টাকা কালো টাকা আছে তা জানাইনি কেন্দ্রের। তার কথায়, “দেশে কত কালো টাকা আছে সে বিষয়ে কোনো অনুমান নেই।

anuragthakurmodicabinet

তবে কালো টাকা উদ্ধারের জন্য বিশেষ তদন্তকারী দল কাজ করছে “।তবে কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রীর এমন কথায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

সম্পর্কিত খবর