নিজের হাতে তৈরি উপহার নিয়ে অক্সফোর্ড চললেন মুখ‍্যমন্ত্রী! গাড়ি নয়, বাসে চেপেই শুরু সফর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ লন্ডনের মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবারই অক্সফোর্ড (Oxford) বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে অক্সফোর্ডের অনুষ্ঠানে যোগ দেবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি অবশ্য আলাদা গাড়িতে করে অক্সফোর্ড পৌঁছচ্ছেন।

গাড়ি নয়, বাসে চেপেই শুরু সফর (Mamata Banerjee)

এদিকে মুখ্যমন্ত্রী গাড়ির বদলে চাপলেন বাসে। সঙ্গে করে নিয়েছেন নিজের তুলি ও কলমে তৈরি উপহার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য উপহার নিয়েছেন মমতা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তা। সূত্রের খবর, এক ঘণ্টার অনুষ্ঠানে অক্সফোর্ডের কেলগ কলেজে ‘সামাজিক উন্নয়ন: বালিকা, শিশু এবং মহিলা ক্ষমতায়ণ’ বিষয়ে বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: রাজ্যে এই প্রথম! প্রাথমিকে প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ, শিক্ষাব্যবস্থায় কি কি বদল আসছে?

জানা গিয়েছে, বক্তৃতা রাখার আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলবেন মমতা। পাশাপাশি ইংল্যান্ডের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার-সহ সমস্ত কিছু ঘুরে দেখবেন তিনি। সূত্রের খবর, গাড়ি নিচু সেডান হওয়ায় বাসে চেপেই স্বচ্ছন্দে লন্ডন থেকে অক্সফোর্ড যাচ্ছেন মমতা।

Mamata Banerjee

আরও পড়ুন: দিল্লির এই চালেই বাড়বে বেজিংয়ের অস্বস্তি! আফ্রিকার ১০ টি দেশকে সঙ্গী করে বড় চমকের পথে ভারত

বলাই বাহুল্য মিশুকে মমতা যে সকলের সাথে কথা বলতে বলতে গল্প করে বাসে যেতেই প্রেফার করবেন তা অবশ্য সকলেরই জানা। মুখ্যমন্ত্রীর সাথেই বাসে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ ও শিল্পপতি সত্যম রায়চৌধুরী। অন্য শিল্পপতিরা যাচ্ছেন গাড়িতে করে। গন্তব্য অক্সফোর্ড।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X