বাংলাহান্ট ডেস্ক : ইউরোপের দুই দেশে ঝটিকা সফরে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। আগামী ৭ থেকে ১০ ই এপ্রিল চারদিনের সফরে ইউরোপের দুই দেশ পর্তুগাল এবং স্লোভাকিয়ায় থাকবেন তিনি। আগামী ৭ এবং ৮ ই এপ্রিল পর্তুগালে থাকবেন রাষ্ট্রপতি। আর পরবর্তী ৯ এবং ১০ ই এপ্রিল হবে তাঁর স্লোভাকিয়া সফর। দীর্ঘ ২৭ বছর পর ইউরোপের দুই দেশে পা রাখতে চলেছেন কোনো ভারতীয় রাষ্ট্রপতি। ভারত এবং ইউরোপের মধ্যে মুক্ত বাণিজ্যের পথ সুপ্রশস্ত করতে তাঁর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
ইউরোপের দুই দেশে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)
কিছুদিন আগেই অবশ্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরুসুলা ভর ডার লিয়েনের ভারত সফর উসকে দিয়েছিল জল্পনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি। সে সময়েই মনে করা হয়েছিল, মুক্ত বাণিজ্য নিয়ে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হতে চলেছে। শেষমেষ চলতি এপ্রিলেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু্র (Droupadi Murmu) পর্তুগাল এবং স্লোভাকিয়া সফর বেশ কিছু নতুন উদ্যোগের সম্ভাবনা উৎপন্ন করেছে।
গুরুত্বপূর্ণ হতে চলেছে সফর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চারদিনের ইউরোপীয় দুই দেশ পর্তুগাল এবং স্লো সফর নিয়ে বিদেশ মন্ত্রকের সচিব তন্ময় লাল মনে মন্তব্য করেন, দুই দেশের মধ্যে এই সফর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সফরকে এক ‘মাইলফলক’ এর তকমা দিয়ে তিনি আরো বলেন, নয়াদিল্লি এবং লিসবনের মধ্যে সম্পর্ক বছর ৫০ এ পা দিতে চলেছে। তাই এই সফর একাধারে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকও বটে।
আরো পড়ুন: ট্রেন্ডে ভাসা যাবে না, ‘জিবলি’ ছবিতে নিষেধাজ্ঞা জারি এই মুসলিমপ্রধান দেশে
কী নিয়ে আলোচনা হবে: উল্লেখ্য, যেমনটা জানা যাচ্ছে, আগামী ৭ এবং ৮ ই এপ্রিল পর্তুগালে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সেখানে প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সউসার সঙ্গে দেখা করবেন তিনি। তার পরের দুদিন রাষ্ট্রপতি যাবেন স্লোভাকিয়াতে। এই নিয়ে দীর্ঘ ২৯ বছর পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি যাচ্ছেন সে দেশে। জানা গিয়েছে, ১৯৯৫ সালে স্লোভাকিয়ায় ভারতীয় দূতাবাস তৈরি হওয়ার ৩০ বছর পূর্তি উপলক্ষে সেখানে যাবেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)।
আরো পড়ুন : বাসন্তী পুজোতেও দুষ্কৃতীদের তাণ্ডব! প্যান্ডেলে লাগিয়ে দেওয়া হল আগুন, তুমুল হইচই উত্তর ২৪ পরগনায়
স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন দ্রৌপদী মুর্মু। উল্লেখ্য, ভারতের তথ্যপ্রযুক্তি, ইস্পাত, প্রতিরক্ষার মতো বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে স্লোভাকিয়ার একাধিক সংস্থা। গাড়ি, তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে দ্রৌপদী মুর্মু কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে।