দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে বাংলায় এল ইন্ডিয়ান আইডল ট্রফি! কে জিতলেন সেরার শিরোপা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সদ্য অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র (Indian Idol 15) গ্র্যান্ড ফিনালে। এখনও পর্যন্ত পর্দায় সম্প্রচার না হলেও শুট ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে চূড়ান্ত পর্বের। আর শুট হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস ইন্ডিয়ান আইডলের বিজয়ীর নাম। বাঙালিদের প্রত্যাশা পূরণ করে এবার বাংলাতেই ট্রফি এসেছে বলে খবর। শুধু তাই নয়, প্রথম এবং দ্বিতীয় দুই স্থানেই নাকি রয়েছেন বাঙালি প্রতিযোগী।

কে জিতলেন এবারের ইন্ডিয়ান আইডল (Indian Idol 15)

প্রসঙ্গত, প্রথমে ঠিক হয়েছিল গত সপ্তাহেই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান আইডল (Indian Idol 15) ফিনালে। কিন্তু শেষমেষ তা পিছিয়ে আনা হয় ৫-৬ এপ্রিলে। যদিও জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি হয়ে গিয়েছে গ্র্যান্ড ফিনালের শুটিং। চূড়ান্ত পর্বে যাওয়া প্রতিযোগীরাও ফিরেছেন নিজ নিজ শহরে। এর মাঝেই ফাঁস ইন্ডিয়ান আইডল বিজয়ীর নাম। আর বাঙালিদের বড়সড় স্বস্তি দিয়ে খবর এসেছে, এবারের সিজনে বিজয়ী হয়েছেন একজন বাঙালিই।

Indian idol 15 winner name revealed

ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যানপেজ গুলিতে এখন শুধুই ইন্ডিয়ান আইডল (Indian Idol 15) নিয়ে চর্চা। সেখান থেকেই জানা গেল, এবারে বিজয়ীর শিরোপা পেয়েছেন বাংলার মানসী ঘোষ। অনেকেই প্রত্যাশা করেছিলেন, এবারের সিজনে তাঁর হাতেই উঠতে চলেছে ট্রফি। সোশ্যাল মিডিয়ার দাবি সত্যি হলে তা যে মানসীর অনুরাগীদের জন্য বড় সুখবর হবে তা বলার অপেক্ষা রাখে না।

আরো পড়ুন : বাঙালি হয়েও বাংলায় থাকেননি কখনো, বহরমপুরের মেয়ে শ্রেয়ার পড়াশোনা কোন স্কুলে জানেন?

দ্বিতীয় স্থানে কে: এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, দ্বিতীয় স্থানেও রয়েছেন একজন বাঙালি। খড়গপুরের শুভজিৎ চক্রবর্তীর হাতে নাকি উঠেছে রানার্স আপের পুরস্কার। আর তৃতীয় স্থানে জায়গা করেছেন স্নেহা। যদিও এই দাবিগুলি আদৌ সত্যি কিনা তা জানা যায়নি। এবারের সিজনে টপ ৬ এর মধ্যে তিনজনই বাঙালি প্রতিযোগী। মানসী এবং শুভজিৎ ছাড়া অপর বাঙালি প্রতিযোগী হলেন প্রিয়াংশু দত্ত। তবে তিনি কোন স্থানে রয়েছেন তা জানা যায়নি।

আরো পড়ুন : চার দিনের মাথায় ফের মর্মান্তিক মৃত্যু, প্যারা জাম্প প্রশিক্ষণে প্রাণ গেল ভারতীয় বায়ুসেনা অফিসারের

প্রসঙ্গত, এর আগেও ‘সুপার সিঙ্গার’ শোতে অংশ নিয়েছিলেন মানসী। দমদমের পাইকপাড়ার বাসিন্দা মানসী ক্রাইস্টচার্চ গার্লস স্কুল থেকে পাশ করার পর ইংরেজি অনার্স নিয়ে স্নাতক পাশ করেছেন তিনি। এর আগে স্টার জলসার গানের রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গার’এও অংশ নিয়েছিলেন মানসী। পৌঁছেছিলেন ফাইনালে। কিন্তু সেবার ভাগ্য সঙ্গ দেয়নি তাঁর। দ্বিতীয় হয়েছিলেন তিনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X