বাংলা হান্ট ডেস্ক: কয়েকদিন টানা বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে। যার জেরে কমেছে তাপমাত্রাও। তবে এবার বদলাবে আবহাওয়া। আজ থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। পাশাপাশি এদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলা ভিজবে? জানুন পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা | South Bengal Weather
দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির দাপট। আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদে। বাকি সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া। মূলত বজ্রপাত-সহ বৃষ্টিপাত হতে পারে দুই জেলায়। তারপর আর বৃষ্টির সম্ভাবনা নেই গোটা সপ্তাহে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া।
গত কয়েকদিন ধরে স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকেই বদলে যাবে চিত্র। বুধবার থেকে একধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস।
বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যেই। খুব শীঘ্রই কলকাতায় অসহনীয় গরমের ফিল হতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে বাংলার অধিকাংশ জেলায়। তবে দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে কিছুটা স্বস্তির আবহাওয়া বজায় থাকবে।
আরও পড়ুন: ২ বছরেই ফুলে-ফেঁপে উঠেছে বিজেপি নেতা জগন্নাথের পরিবার! কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ দলের কর্মীর
এক নজরে উত্তর: উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও একইরকম পরিস্থিতি থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।