মালদায় হিন্দুদের বিক্ষোভে নির্বিচারে লাঠিচার্জ! ‘মৌলবাদীদের প্রতি একই আচরণ করে দেখাক’, পুলিশকে চ্যালেঞ্জ শুভেন্দুর!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উত্তপ্ত মালদা (Malda)। মালদার ইংরেজবাজার থানা এলাকায় রাত-পাহারার দায়িত্বে থাকা এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে মঙ্গলবার রাতে। অভিযোগ, রাত পাহারার সময় শিবুদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা৷ প্রাণ যায় শিবুর৷ আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মালদায় যে যুবক মারা গিয়েছেন, তাঁর নাম শিবু মণ্ডল। গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ি করেছেন মৃতের পরিবার সহ স্থানীয়রা। এই নিয়ে যখন উত্তপ্ত পরিস্থিতি, সেই সময়ই বিস্ফোরণ ঘটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

পুলিশকে চ্যালেঞ্জ শুভেন্দুর! Suvendu Adhikari

এদিন নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শুভেন্দু লেখেন, ‘মালদার ইংরেজ বাজার পুলিশ স্টেশনের আওতাধীন মোমিনপুরে, গত রাতে অমৃতিতে মৌলবাদীদের হাতে নিহত হিন্দু যুবক শিবু মণ্ডলের নৃশংস হত্যার প্রতিবাদে যখন হিন্দুরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন সেই বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে পুলিশ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ এবং নির্বিচারে কাঁদানে গ্যাস ব্যবহারের মতো ঘটনা ঘটেছে।’

এরপরই মোথাবাড়ি, মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে শুভেন্দু লেখেন, ‘মোথাবাড়ি, সামশেরগঞ্জ এবং ধুলিয়ানের ঘটনায় এই পুলিশই শক্তি প্রয়োগ অনুপস্থিত ছিল। হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলিতে পুলিশের দেখা মেলেনা। সেখানে পুলিশ অনুপস্থিত। আর এখানে অতিসক্রিয়তা।’

গোটা ঘটনার কিছু ছবি এবং ভিডিও জুড়ে দিয়ে বিরোধী দলনেতা লেখেন, ‘আমি ডিজিপিকে বলছি পশ্চিমবঙ্গ পুলিশ তার কর্মীদের লাগাম টেনে ধরুক, এবং যদি তার এই পুলিশ বাহিনীর সাহস থাকে, তাহলে মৌলবাদীদের প্রতি একই আচরণ করে দেখাক।’ আওয়াজ তুললেন শুভেন্দু।

প্রসঙ্গত, সেকেন্দরপুর গ্রামের বাসিন্দা শিবু ও আরও কয়েকজন মঙ্গলবার রাতে গ্রামে পাহারার দায়িত্বে ছিলেন। সেই সময়ই তাদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। গ্রামবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকায় দুষ্কৃতীদের উৎপাত বেড়েছিল। চুরির মতো ঘটনা ঘটছিল। তবে সেই বিষয়ে পুলিশকে বহুবার জানানোর পরও কোনও পদক্ষেপ করা হয়নি। এরপর গ্রাম বাঁচাতে রাত পাহারার দায়িত্ব নেন শিবুর মতো গ্রামের যুবক-কিশোররা।

আরও পড়ুন: ‘কিছুক্ষণের মধ্যে স্পষ্ট জবাব পাবে’! কাশ্মীর-কাণ্ডের পর কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর! আজই সার্জিক্যাল স্ট্রাইক?

গতকাল ঘটনার পর টনক নড়ে পুলিশের! ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। পরে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X