বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তান-সমর্থিত লস্কর-ই-তৈবার সাথে যুক্ত সন্ত্রাসবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও-তে ভয়াবহ হামলায় (Pahalgam Terror Attack) তাদের ভূমিকা অস্বীকার করেছে। যদিও, এর আগে পাকিস্তানি সন্ত্রাসবাদী হাফিজ সইদের লস্কর-ই-তৈবা (LET)-র একটি শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এই সন্ত্রাসবাদী হামলার পেছনে তাদের দায় স্বীকার করেছিল।
পাহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) দায় অস্বীকার করল TRF:
এদিকে, এই হামলার পর থেকেই উপত্যকায় কাশ্মীরিরা ধারাবাহিকভাবে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। জানিয়ে রাখি যে ওই ভয়াবহ হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এদিকে, কেন্দ্রীয় সরকার TRF-কে নিষিদ্ধ করেছে। জানা গিয়েছে যে, এই সংগঠনটি অনলাইনের মাধ্যমে কাশ্মীরি যুবকদের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা থেকে শুরু করে সন্ত্রাসবাদীদের নিয়োগ, সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ এবং পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে অস্ত্র ও মাদক পাচারের সাথে জড়িত রয়েছে বলে জানা গিয়েছে।
এমতাবস্থায়, ২০২৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রক সন্ত্রাসবাদ প্রচার, সন্ত্রাসবাদীদের নিয়োগ, অনুপ্রবেশের সুবিধা প্রদান এবং পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে অস্ত্র ও মাদক পাচারের মতো বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে TRF-কে “সন্ত্রাসবাদী সংগঠন” হিসেবে ঘোষণা করে।
আরও পড়ুন: “সন্ত্রাসবাদ সহ্য করা হবে না”, পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করতে চান সৌরভ, জানালেন…..
এদিকে, গত ২৫ এপ্রিলের তারিখ উল্লেখ করে এক নির্লজ্জ বিবৃতিতে, এই সন্ত্রাসবাদী সংগঠনটি জানিয়েছে, “TRF স্পষ্টভাবে পহেলগাঁওয়ের ঘটনায় (Pahalgam Terror Attack) কোনওভাবে জড়িত থাকার কথা অস্বীকার করে। TRF-কে এই ঘটনাটির জন্য দায়ী করা ভুল এবং এটি তাড়াহুড়োতে এটি করা হয়েছে। এদিকে, ওই সন্ত্রাসবাদী গোষ্ঠীটি আরও বলেছে যে, পহেলগাঁও-তে হামলার পরপরই, তাদের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দায় স্বীকার করে একটি ‘অননুমোদিত” বার্তা পোস্ট করা হয়েছিল।
আরও পড়ুন: সবসময় পাশে আছি! পেহেলগাঁও হামলার পর ভারতের উদ্দেশ্যে বিরাট বার্তা ইজরায়েলের
পাশাপাশি, তারা এটাও দাবি করেছে যে, সাইবার অ্যাটাকের কারণে তাদের ওয়েবসাইট হ্যাক হয়ে যায় এবং এই হামলার দায় স্বীকার করার পোস্ট করা হয়। শুধু তাই নয়, TRF জানিয়েছে, এর পেছনে ভারতীয় সাইবার ইন্টেলিজেন্স এর হাত থাকতে পারে। তারা ইতিমধ্যে বিষয়টি তদন্ত করেছে। TRF আরও অভিযোগ করেছে ভারত অতীতেও এমন কাজ করেছে।
জাতিসংঘ হামলার নিন্দা করেছে: এদিকে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার (Pahalgam Terror Attack) তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC)। তারা এই নিন্দনীয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য দোষীদের এবং তাদের সহায়তাকারীদের জবাবদিহি করে বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপরেও জোর দিয়েছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: