সোমে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কতটা কমবে তাপমাত্রা? আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বৈশাখের শেষে খেল দেখাচ্ছে আবহাওয়া। লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। কোনো কোনো জেলায় আবার কালো মেঘের ঘনঘটা। আবার একাধিক জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আজ সোমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। তবে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, হবে বৃষ্টিও | South Bengal Weather

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে গত সপ্তাহে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুদিনে রাজ্যে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়া সমগ্র দক্ষিণবঙ্গেই অস্বস্তিকর গরম থাকবে।

south bengal weather

আজ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সহ নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির সাথে ঘণ্টাত ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন:অনলাইনেই কাটা যাবে টিকিট, ভোগান্তি কমাতে এবার এক ক্লিকেই মিলবে বাসের সব তথ্য

এরপর মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বুধবার নাগাদ বৃষ্টি বাড়ার পূর্বাভাস। বুধবার বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। ভিজতে পারে কলকাতাও। এদিকে মৌসম ভবন জানিয়েছে, উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৪/৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়বে। এবারে আগাম বর্ষার পূর্বাভাস।

ভিডিও দেখুন: https://youtu.be/UEqTNFwrhgk?si=t4wsEmdcESxdtBtk

উত্তরবঙ্গে (North Bengal Weather) ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজও। বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X