বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের ইদানিং বড়পর্দায় যাতায়াত বেড়েছে। সিরিয়ালের একাধিক জনপ্রিয় মুখকে দেখা গিয়েছে সিনেমার মুখ্য চরিত্রে। অনেকেরই প্রথম ছবি ছক্কা হাঁকিয়েছে বক্স অফিসে। সিরিয়ালের নায়ক নায়িকাদের সিনেমায় দেখে দর্শকরা যে উচ্ছ্বসিত তা বোঝাই গিয়েছে। আর এবার আরো এক জনপ্রিয় টেলি নায়িকা পা রাখতে চলেছেন বড়পর্দায়। তিনি আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নাকি তাঁকে বেছে নিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জী।
সিনেমায় পা রাখছেন আরাত্রিকা (Aratrika Maity)
বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। মিতুলের পর রাইপূর্ণা হিসেবে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। ছোটপর্দার তাঁর জনপ্রিয়তা এখন বেশ চড়া। এবার সেই খ্যাতিতে ভর করেই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন আরাত্রিকা, গুঞ্জন বলছে তেমনটাই। শোনা যাচ্ছে, ছবিতে শ্রীচৈতন্যদেবের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় নাকি অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
কী জানালেন অভিনেত্রী: জল্পনা গাঢ় হয়েছে খোদ ‘রাই’ এর একটি মন্তব্যে। তাঁর কথায়, ‘সবটাই রানাদা (রানা সরকার) এবং সৃজিতদা জানেন। তবে আমি এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইনি’। প্রযোজনা সংস্থার তরফে এখনো কিছু খোলসা না করা হলেও আরাত্রিকা (Aratrika Maity) একরকম ইঙ্গিত দিয়েই রেখেছেন যে সৃজিতের আসন্ন ছবির অংশ হচ্ছেন তিনি।
আরো পড়ুন : ‘বনি মাঝে পড়ে যায়’, কৌশানির এই স্বভাবটাই ঘোর অপছন্দের হবু শাশুড়িমার
আগে অভিনয়ের কথা ছিল দর্শনা: উল্লেখ্য, আগে শোনা গিয়েছিল, এই ছবিতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দর্শনা বণিককে। কিন্তু বিক্রম ভাটের একটি হিন্দি ছবির জন্য সৃজিতের এই ছবির প্রস্তাব ফেরান তিনি। তারপরেই এই চরিত্রটির জন্য পরিচালক বেছে নেন আরাত্রিকাকে (Aratrika Maity)। তাঁর বড়পর্দায় ডেবিউয়ের খবরে উচ্ছ্বসিত অনুরাগীরাও।
আরো পড়ুন : RG Kar কাণ্ডে ছেড়েছিলেন তৃণমূল, SSC ইস্যুতে ফের সরব জহর সরকার, বললেন, ‘৫০ বছরে এমন দুর্নীতি দেখিনি’
প্রসঙ্গত, আরাত্রিকা একা নন, লহ গৌরাঙ্গের নাম রে ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক করতে চলেছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় নায়ক দিব্যজ্যোতি দত্তও। মহাপ্রভুর ভূমিকায় অভিনয় করবেন তিনি। এছাড়াও নটী বিনোদিনীর চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবিটির জন্য মায়াপুরে শ্রী চৈতন্য মঠের অনুমতি নেওয়া হয়েছে বলে খবর। এই ছবির জন্য গবেষণার ক্ষেত্রেও শ্রী চৈতন্য মঠ সাহায্য করছে।