জম্মু কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক শেষ করল পাকিস্তান

বাংলাহান্ট ডেস্ক: জম্মু কাশ্মীর ঘটনার জেরে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক শেষ করল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় সুরক্ষা কমিটির সভায় বসে এ সিদ্ধান্ত নেন। পাকিস্তান সরকার ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক পর্যালোচনা করে জম্মু কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন।

images 88

   

১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন কাশ্মিরিদের জন্য সৌহার্দ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইদিন বৈঠক এর পর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের নিষ্ঠুর বৈষম্যমূলক পদক্ষেপ,চক্রান্ত ও মানবাধিকার লঙ্ঘনের কীর্তি ফাঁস করতে সমস্ত কূটনৈতিক কৌশলের সাহায্য নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ‘

শুধু এই নয়,নয়াদিল্লি থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতদের পাকিস্তানের ফিরিয়ে নিয়ে যাবার পরিকল্পনা করেছেন। এছাড়াও পাকিস্থানে থাকা ভারতের হাই কমিশনারকে পাকিস্তান থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রী জানিয়েছেন, ‘নয়াদিল্লিতে আমাদের কোন রাষ্ট্রদূত থাকবেন না,এখানেও তাদের অনুরূপ পদমর্যাদার ভারতীয়দের রাখা যাবে না। ‘

ad2

সম্পর্কিত খবর