বাংলা হান্ট ডেস্ক: শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর হাবিবুদ্দিন তুসি’র মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। ওনার কথায়, ‘রাম মন্দিরই তৈরি হওয়া উচিত অযোধ্যাতে। সেখানে রাম মন্দির তৈরির জন্য আমি সোনার ইট দেব।’
হাবিবুদ্দিন দাবি জানিয়েছেন, ‘বাবরের বংশধর হওয়ার খাতিরে, সুপ্রিম কোর্টের অযোধ্যার বিতর্কিত জমি আমার হাতেই তুলে দেওয়া উচিত। আমার হাতে যদি জমি আসে আমি পুরো জমিটাই হিন্দুদের হাতে তুলে দেব রাম মন্দির তৈরির জন্য। এদেশের রাম নিয়ে যে আবেগ, তা আমি বুঝি। তাই অযোধ্যার এই বিতর্কিত জমিতে রাম মন্দিরই হোক। ইতিহাস অনুযায়ী ১৫২৯ সালে এই জায়গাতে মন্দির ভেঙেই মসজিদ বানানো হয়েছিল।’
হাবিবুদ্দিনের এমন দাবি সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে, বাবরের বংশধর হওয়ার নিরিখে অযোধ্যার এই বিতর্কিত জমি দাবি করেছেন তিনি। তবে এ বৃত্তান্তের শুনানি এখনো শুরু হয়নি। তিনি আরও বলেন, ‘ওই জমির কোনো নথিপত্র আমার কাছে নেই। কিন্তু মুঘল বংশধর হিসেবে ওই জমিতে সব থেকে বেশি অধিকার আমারই।’ সূত্রে খবর ইতিমধ্যে বার তিনেক অযোধ্যায় গেছেন হাবিবুদ্দিন। শুধু তাই নয়, রাম লালার মন্দিরে পুজো দিয়ে, যাতে দ্রুত এই মন্দির তৈরি হয় তার প্রার্থনা ও জানিয়েছেন তিনি।