অপরুপা পোদ্দারকে কালো পতাকা,বিচার চাই ABVP,পাল্টা অপরুপা

বাংলা হান্ট ডেস্ক :- হুগলীর খানাকুলের রাজারাম মোহন কলেজে হামলা করার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের গ্রেপ্তারের দাবি তে কলেজে ব্যাপক বিক্ষোভ দেখালেন এবিভিপির ছাত্ররা। পাশাপাশি কলেজে অধ্যক্ষের সাথে পরিচালন সমিতির সভাপতি তথা আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের এই বিষয়ে বৈঠক চলা কালিন তারা বিক্ষোভ দেখান।

বৈঠক যতক্ষন চলে ততক্ষনই তারা বাইরে বিক্ষোভ ও স্লোগান দেয়, পরে বৈঠক শেষে তিনি বেড়িয়ে আসা মাত্রই তাকে দেখেই ফের গোব্যাক স্লোগান ও কালো পতাকা দেখানো হয় অপরূপা কে। প্রবল বিক্ষোভ দেখেও বিচলিত হন নি তিনি। বিক্ষোভ চলা কালিনই অপরূপা বলেন,আইন আইনের পথেই চলবে। যারা কলেজে হামলায় জড়িত তারা নিশ্চিত শাস্তি পাবে। আর গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখায়,

f1f84d0d 58ef 4cce 81f3 9ddc57c3f1cd
উল্লেখ্য যে,গত সোমবার বহিরা গত কিছু দুষ্কৃতী কলেজে ঢুকে হামলা চালায়। এবি ভিপির কয়েক জনকে মারধর করে হামলা কারীরা। তাতে অভিযুক্ত হয়ে পড়ে তৃণমূলের ছাত্র পরিষদের কর্মী রা। সেই ঘটনার প্রতিবাদেই ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার কলেজে বৈঠক চলা কালিনই এই বিক্ষোভ চলে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর