মেঘ কেটে ধরে সূর্যের দেখা মিললেও আগামী ২৪ঘন্টায় বদলাবে পরিস্থিতি, বললেন আবওহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্ক: নিম্নচাপের কারনে গত সপ্তাহের শেষে প্রবল বৃষ্টিপাত হয়েছিল কলকাতায়। টানা কয়েক দিনের বৃষ্টিতে জল জমে গিয়েছিল বালিগঞ্জ সল্টলেক টালিগঞ্জ বেহালা সহ বেশ কিছু জায়গায়। বানভাসির কারণে ব্যাঘাত ঘটছিল যান চলাচলে। দুর্গতি থেকে রেহাই পেতে তাই মানুষ অপেক্ষা করছিল সূর্যের। গত কয়েকদিন কলকাতা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। আজ সকালে দেখা মিলেছে সূর্যের।

2018 09 07 53245 1536304041. medium 1

কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে উল্টে যাবে পরিস্থিতি। হাওয়া অফিস জানিয়েছেন, উত্তর প্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। আগামী শনিবার থেকে বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সমুদ্রের মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে মৎস্যজীবীরা সমুদ্রের রয়েছেন তাদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

সম্পর্কিত খবর