তামিলনাড়ু কেরোল ঢুকে পড়েছে পাকিস্তান শ্রীলংকার জঙ্গিরা।নাশকতার আশঙ্কায় জারি রেড অ্যালার্ট।

 

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েক মাসে তামিলনাড়ুর বিভিন্ন জায়গা থেকে ১০ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিস। তদন্তকারীদের ধারনা রাজ্যে নাশকতা চালানোর ছক কষেছিল এরা। এদের সঙ্গে আইএসআইএসের যোগ রয়েছে বলে মনে করা হয়েছে।আবারও ঘটলো সেই রকম ঘটনা।তামিলনাড়ুতে ঢুকে পড়ছে পাকিস্তান শ্রীলংকার জঙ্গি রা। এই আশঙ্কায় চরম সতর্কতা জারি করা হল তামিলাড়ুতে এবং পাশাপাশি কেরলের কিছু অংশে। গোয়েন্দাদের আশঙ্কা, এক পাকিস্তানি সহ ৬ জঙ্গি ঢুকেছে তামিলনাড়ুতে। পাকিস্তানি বাদে অন্য জঙ্গিরা হল শ্রীলঙ্কার নাগরিক।সাবধান করা হয় সাধারন মানুষদের । সতর্ক রয়েছে রাজ্য পুলিশ।

 

তামিলনাড়ুর এক পুলিস আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, জঙ্গি ঢুকে পড়ার খবর রয়েছে রাজ্য প্রশাসনের কাছে।  সাধারণ মানুষকে জানানো হয়েছে, কারও কোনও সন্দহজনক কার্যকলাপ চোখে পড়লে যেন তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। চেন্নাই ও কোয়েম্বাতুরুতে  জারি করা হয়েছে লাল সতর্কতা। শহরে মোতায়েন করা হয়েছে ২০০০ পুলিস। প্রশাসনের ধারনা কোয়েম্বাতুরুতেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা।তাই বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয় এসব অঞ্চলে।

IMG 20190823 203023

কেরোলেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে কেরল-তামিলনাড়ু সীমানার পালাক্কাড, ত্রসুর ও এরনাকুলাম জেলায় সতর্ক রয়েছে প্রশাসন। বাসস্ট্যান্ড, ধর্মীয়স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।কেরলের পুলিস প্রধান লোকনাথ বেহরা জেলাশাসকদের সতর্ক করেছেন। রেল স্টেশন, বাসস্ট্যান্ড, জনবহুল স্থান, বিমানবন্দরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

সম্পর্কিত খবর