বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গোটা বিশ্বে সমর্থনের জন্য দৌড়াচ্ছে, কিন্তু কোন দেশই তাঁদের সমর্থন করতে এগিয়ে আসছে না। আরেকদিকে কাশ্মীর নিয়ে ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের নেতা থেকে শুরু করে আম জনতা পর্যন্ত সূর চরাচ্ছে। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সূর চরালেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টো জরদারি।
বিলাবল পাকিস্তানি মিডিয়াকে জানান, প্রথমে আমরা ভারতকে হুমকি দিতাম যে, আমরা কাশ্মীর কেড়ে নেব। কিন্তু এই অপদার্থ সরকারের কারণে এখন এমন অবস্থা হয়ে গেছে যে, আমরা মনে হচ্ছে মুজফরাবাদ (Muzaffarabad) হারাতে চলেছি। বিলাবল প্রধানমন্ত্রী ইমরান খান আর পাকিস্তানের সেনাকে আক্রমণ করে বলেন, ইমরান খান ইলেক্টেড প্রধানমন্ত্রী না। উনি হলেন সেনা দ্বারা নির্বাচিত সিলেক্টেড প্রধানমন্ত্রী। দেশের জনতা এবার সিলেক্টেড আর সিলেক্টরদের কাছে জবাব চাইছে।
ইসলামাবাদে বিলাবল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর মিডিয়াকে সম্বোধিত করার সময় বিলাবল বলেন, এবার এটা পরিস্কার যে, বর্তমান সরকারের মতো অপদার্থ সরকার এর আগে পাকিস্তান আর কোনদিনও দেখেনি। ইমরান খান সরকার দেশের গণতন্ত্রকে কাঠগড়ায় তুলল, আমরা সহ্য করে নিলাম। ইমরান খান সরকার দেশের আর্থিক ব্যাবস্থাকে খতম করে দিলো, সেটাও আমরা সহ্য করে নিলাম।
“Earlier we used to plan how to take Srinagar. Now we are planning how to save Muzaffarabad” @BBhuttoZardari says. True. A selected PM will always be faithful to those who have selected him.
Pakistan’s foreign policy is now limited to two words – rave and rant. pic.twitter.com/XWbcJsSnlw
— Major Gaurav Arya (Retd) (@majorgauravarya) August 27, 2019
বিলাবল বলেন, ইমরান খান শুধু ঘুমিয়েই থাকে, আর উনি জাগেন শুধু বিরোধী দল গুলোকে দাবিয়ে রাখার জন্য। ইমরান খান আরাম করে ঘুমাতে থাকল, আর আরেকদিকে মোদী কাশ্মীর ছিনিয়ে নিলো। প্রথমে আমাদের কাশ্মীর নীতি ছিল যে, আমরা পরিকল্পনা করতাম কি করে শ্রীনগর দখল করা যাবে। কিন্তু সিলেক্টেড প্রধানমন্ত্রী ইমরান খানের কারণে এখন এমন অবস্থা হয়েছে যে, এবার আমরা চিন্তা করা শুরু করেছি, ভারতের হাত থেকে মুজফরাবাদ কি করে বাঁচাব?