বাংলাহান্ট ডেস্ক: আজ গোটা কোলকাতা সহ দক্ষিনবঙ্গে চলবে মেঘ রোদ্দুরের খেলা। কার্যত মেঘলা থাকবে আকাশ। দু এক পশলা বৃষ্টির দেখা মিললেও পাওয়া যাবে না স্বস্তি। শ্রাবনেও দেখা মেলেনি বৃষ্টির। ভাদ্রর গরমে অস্বস্তিতে কোলকাতাবাসী।
আজ কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিললেও কাল থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বাংলা ও ওড়িশা উপকূলে গভীর হচ্ছে নিম্নচাপ। এর জেরেই কাল থেকে মিলতে পারে স্বস্তি।
দিন দশেক আগে দেখা পাওয়া গিয়েছিল বৃষ্টির। বানভাসি হয়ে গিয়েছিল কোলকাতা। বেহাল দশায় এখনও কোলকাতার বহু জায়গা। তবে অন্য বারের চেয়ে এবার সেরকম বৃষ্টি পাইনি কোলকাতা। কাল থেকে বদলাতে পারে চেহারা,মনে করছেন আলিপুর আবওহাওয়া দপ্তর।