অর্জুন সিংহের গাড়িতে হামলা চালাল একদল দুষ্কৃতী

Published On:

 

বাপ্পাই দত্ত :- ফের আক্রমণের শিকার হলেন বিজেপি এমপি অর্জুন সিংহ এবং ভাঙচুর করা হয় তার গাড়ি।

 

রবিবার সকালে তিনি যখন নৈহাটির পানপুর শ্যামনগর চৌরঙ্গী মোড় হয়ে গাড়ি নিয়ে আসছিলেন তখনই তার উপর এক দল দুষ্কৃতীরা বিক্ষিপ্ত ভাবে আক্রমণ চালায় এবং ভাঙচুর শুরু করে তার গাড়িতে, ফলস্বরুপ ভাবে জানা যায় যে গাড়ির ক্ষতি হলেও হতাহত কেউ হয়নি , এই ঘটনার বিজেপি দল ক্ষুব্ধ হয়ে যথারীতি অবরোধ শুরু কল্যাণী হাই, পানপুর , শ্যামপুর মোড়, অবস্থান বিক্ষোভ শুরু হয়ে গেছে, ইতিমধ্যেই এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি নেতা রত্নেশ্বর দাস জানান তৃণমূলের বাহিনী এই চক্রান্তমূলক ভাবে হামলা চালায় অর্জুন সিংহের উপরে।

সুতরাং তিনি বলেন যারা আক্রমণ করেছে তাদেরকে পুলিশ যদি গ্রেফতার না করে আন্দোলনচরমতম পর্যায়ে পৌঁছবে , এলাকা ভিত্তিক খবর অনুযায়ী জানা যায় যে ঘটনাকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিবেশ সৃষ্টি হয়েছে সে বিষয়ে পুলিশের ভূমিকা কত দূর সঠিক ভাবে পরিচয় পাওয়া যায়নি তবে পুলিশের উপরে সঠিক তদন্তের আশ্বাস রয়েছে এলাকাবাসীর.

X