বাংলা হান্ট ডেস্ক : বছর তেরোর নাবালিকাকে ধর্ষণের (Child Rape) অভিযোগে গ্রেফতার হলেন পিসেমশাই। অশোকনগরের (Ashoknagar) এই ঘটনায় রীতিমত হতবাক গোটা রাজ্য। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বালিয়াডাঙা এলাকায়। বুধবার থানায় অভিযোগ আসা মাত্রই গ্রেফতার করা হয় আবদুর রহমানকে (Abdur Rahman)।
বছর ৪৮ এর আবদুর রহমানকে গ্রেফতার করা হয় ইশ্বরী গাছা এলাকা থেকে। এরপর আজ বুধবার তাকে বারাসাত আদালতে পেশ করা হয় বলে খবর। পুলিশ ও পরিবার সূত্রে খবর, বছর ১৩ এর ঐ নাবালিকা সপ্তম শ্রেণীর ছাত্রী। সে যে পথে স্কুল যেত সেই রাস্তাতে রোজ দাঁড়িয়ে থাকতেন অভিযুক্ত আবদুর রহমান।
এভাবেই একদিন রাস্তা থেকে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় আবদুর। এবং সেখানেই নাকি জোরপূর্বক ধর্ষণ করে তাকে। পরিবারের অভিযোগ, নাবালিকার নগ্ন ছবি, ভিডিও তুলে তাকে ব্ল্যাকমেলও করা হয় এবং তাকে একাধিকবার ধর্ষণ করে আবদুর রহমান। পুলিশ সূত্রে খবর, আবদুর রহমান সম্পর্কে ঐ নির্যাতিতার পিসেমশাই হন।
আরও পড়ুন : সাংসদ পদ খোয়ানোর পর এবার সুপ্রিম কোর্টেও ঝটকা! মহুয়ার মাথায় ভেঙে পড়ল দুঃখের পাহাড়
তবে অবশেষে আর সহ্য করতে না পেরে মুখ খোলে ঐ শিশুটি। বাড়িতে জানায় তার সাথে ঘটে যাওয়া অত্যাচারের কথা। মঙ্গলবার রাতে নির্যাতিতার বাবা অশোকনগর থানায় আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্রই গ্রেফতার করা হয় অবদুরকে।
আরও পড়ুন : বড়সড় দুর্ঘটনার কবলে বর্ধমান স্টেশন, জলের ট্যাঙ্ক ভেঙে মৃত ৩, আহত বহু, বন্ধ ট্রেন চলাচল
পুলিশের পক্ষ থেকে পকসো আইনে মামলা রুজু করে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হয়। ইতিমধ্যেই নির্যাতিতার শারিরীক পরীক্ষা নিরীক্ষাও হয়ে গেছে বলে খবর। নেওয়া হয়েছে গোপন জবানবন্দি। সেই সাথে এই ঘৃণ্য কাজের নিন্দা করেছে গোটা রাজ্যবাসী।