বড়সড় দুর্ঘটনার কবলে বর্ধমান স্টেশন, জলের ট্যাঙ্ক ভেঙে মৃত ৩, আহত বহু, বন্ধ ট্রেন চলাচল

বাংলা হান্ট ডেস্ক : ফের একবার বড়সড় দুর্ঘটনার কবলে বর্ধমান রেল স্টেশন (Bardhaman Rail Station)। বুধবার সকালে ২ ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে জল ট্যাঙ্ক (Water Tank) ভেঙে বড়সড় বিপত্তি। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন বলে খবর। সেই সাথে ৩ যাত্রী প্রাণ হারিয়েছেন বলেও জানা যাচ্ছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে।

সূত্রের খবর, বুধবার দুপুর ১২ টা ৮ নাগাদ জলের ট্যাঙ্কটি ভেঙে পড়ে। ট্যাঙ্কির ভাঙা অংশ গুলি পড়ে প্ল্যাটফর্মের শেডের উপর। চাপা পড়ে যায় শেডের নিচে অপেক্ষারত যাত্রীরা। তড়িঘড়ি তাদের উদ্ধার করার প্রচেষ্টা করা হলেও ৩ জনের প্রাণ বাঁচানো যায়নি। বাকিদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। মর্মান্তিক এই ঘটনার পর প্রশ্ন উঠেছে রেল নিরাপত্তা নিয়ে।

রেল সূত্রে খবর, বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে জলের ট্যাঙ্কটি ছিল, এইদিন তা আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যদিও কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার জানা যায়নি। তবে দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছে আরপিএফ এবং দমকল বাহিনীর লোক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন : ফের যুদ্ধ! জঙ্গি হামলায় ২৫ জনের মৃত্যুর পর রেগে লাল পাকিস্তান, তালিবানকে দিয়ে দিল বড়সড় হুমকি

এক প্রত্যক্ষদর্শীর বর্ননায়, প্লাটফর্মের শেডের নিচে প্রচুর মানুষ অপেক্ষা করছিল। সেইসময় আচমকাই ভেঙে পড়ে জলের ট্যাঙ্কটি। এবং ট্যাঙ্কের ভাঙা টুকরো পড়ে শেডের উপর‌। আওয়াজ শুনেই সবাই এদিক ওদিক ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন‌। সেই হুড়োহুড়িতেও আহত হয়েছেন অনেকে। তাছাড়া শেডের নিচেও বেশ কয়েকজন চাপা পড়ে যান বলে জানান তিনি।

fb img 1702465160382

ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা ওখানেই যাচ্ছি। কী করে ঘটল তা এখনও পরিষ্কার নয়। আহতদের দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করানো হয়েছে। দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়েছে।’ এর আগে সাল ২০২০ তে ঐ স্টেশনের মূল ফটক ভেঙে পড়ায় দু’জন নিহত হন। একইরকম ঘটনার পুনরাবৃত্তি তিন বছর পর।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর