বাংলাহান্ট ডেস্ক : বিহার (bihar)স্কুল পরীক্ষা বোর্ড (বিএসইবি)আজ বিহার ম্যাট্রিক রেজাল্ট ২০২০ ঘোষণা করেছে। কিন্তু বিহার বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। বিহার বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফলাফল কোনও অফিসিয়াল সাইটে প্রকাশ করা হয় না বলে এই নিয়ে অনেক সমস্যা হয়।
পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো আজ
কিন্তু এরমধ্যেও চমকপ্রদ ঘটনাটা হল রোহটাস জেলার হিমাংশু রাজ বিহারের টপার হয়েছেন। হিমাংশু রোহতাস জেলার জনতা হাই স্কুল টেনুয়াসের ছাত্র। বোর্ড পরীক্ষায় হিমাংশু ৪৮১ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। হিমাংশু রাজ রোহতাস জেলার দিনারা ব্লকের তেনুজ পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডের নটওয়ার কালা গ্রামের বাসিন্দা। তার বাবা সুভাষ সিংহ শাকসবজি বিক্রি করে তার পরিবারকে লালন-পালন করছেন। হিমাংশু রাজের বাবা সুভাষ সিং বিক্রমগঞ্জের উপকূলীয় বাজারে শাকসবজি বিক্রি করেন। তাঁর মা মঞ্জু দেবী, তিনি একজন গৃহিণী অনেক কষ্টে সংসার চালান। তবে এ বছর মোট শিক্ষার্থীর পাশের হার ৮০.৫৯%।
বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে হিমাংশু
হিমাংশু জানিয়েছেন যে তিনি বোর্ড পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন, তিনি প্রায় চোদ্দো ঘন্টা পড়াশুনা করতেন। তবে পরিবারের আর্থিক ঝামেলা বিবেচনা করে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার কথা জানান। ছোটো থেকেই তিনি স্বপ্ন দেখতেন পড়াশোনা করে একজন নাম করা ব্যাক্তি হবেন তিনি।হিমাংশুর পরে রাজ্যে দ্বিতীয় স্থানে এসেছিলেন সমষ্টিপুরের দুর্গেশ কুমার। মাত্র একটি সংখ্যার জন্য দুর্গেশ প্রথম হতে পারেনি । এসকে হাই স্কুল জিতোয়ারপুরের ছাত্র দুর্গেশ মাত্র এক নম্বরের জন্য হিমাংশু থেকে পিছিয়ে যায়।