বাংলা হান্ট ডেস্ক: এবার ফের এক অদ্ভুত ঘটনা ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে। জানা গিয়েছে যে, সেখানে এসে হঠাৎই এক যুবক সটান মন্দিরের উপরে চড়ে বসেন। এদিকে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মন্দির চত্বরে। এমনকি, অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারপরেই ওই যুবককে উদ্ধার করা হয়।
জানা গিয়েছে যে, জগন্নাথ মন্দিরের নাট মণ্ডপের মাথায় সটান উঠে পড়েছিলেন এক বাঙালি যুবক। মূলত, পশ্চিমবঙ্গের বেলডাঙার বাসিন্দা ওই যুবকের নাম হল রাকেশ হাজরা। তাঁর বয়স ২৩ বছর। তবে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেও জানা গিয়েছে। এদিকে, পুরীর মত মন্দিরে যেখানে প্রতিদিনই বিপুলসংখ্যক জনসমাগম হয় সেখানে এই ঘটনা কার্যত নজিরবিহীন।
পাশাপাশি, অনেকেই আবার ঘটনার পরিপ্রেক্ষিতে মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে, ”আমাদের কর্মীরা ওই যুবককে মন্দিরে উঠতে দেখতে পান। তৎক্ষণাৎ ওই যুবককে উদ্ধার করা হয়। আপাতত তাঁকে সিংহদ্বার থানায় নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে তিনি হঠাৎ মন্দিরের উপরে উঠছিলেন, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
পাশাপাশি, তিনি আরও বলেন যে, ”মন্দিরে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে। তবে, এই ঘটনায় আমাদের কর্মীদের ধন্যবাদ জানাই। কারণ তাঁদের তৎপরতাতেই ওই যুবককে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।” প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় খবরের শিরোনামে উঠে এসেছে পুরীর এই জগৎবিখ্যাত মন্দির।
চলতি মাসের প্রথম দিনেই মন্দিরের সামনে গুমাতা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক রূপান্তরকামী। শুধু তাই নয়, গত মাসেই পুরীর জগন্নাথ মন্দিরের ভিতর বেশ কয়েকটি মাটির উনুন ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল। স্বাভাবিকভাবেই, এই ঘটনায় তোলপাড় হয়ে যায় দেশ। মন্দিরের রান্নাঘরের দক্ষিণ-পূর্ব দিকে রাখা ছিল এই মাটির উনুনগুলি। এখানেই প্রতিদিন প্রায় দশ হাজার পুণ্যার্থীর জন্য মহাপ্রসাদ ভোগ রান্না হয়।
এমতাবস্থায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতারও করা হয়। জানা গিয়েছে, ওই ধৃত যুবকের নাম জগন মহাপাত্র। যদিও, ওই যুবকও মানসিক ভাবে সুস্থ নন বলে দাবি করে তাঁর পরিবার। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, ফের মন্দিরে চড়ে বসতে গেলেন এক বাঙালি যুবক।