‘BJP কেন করিস?’, বলেই রাস্তায় ফেলে বেধড়ক মার এক গেরুয়া নেতাকে, গ্রেফতার ২

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে আবারও রাজনৈতিক হিংসা। এক বিজেপি নেতাকে (BJP Leader) রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে আরও ১০ জনের। তাঁদেরও গ্রেফতার করার দাবিতে সরব রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতাকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে ঝড়খালি থানার পুলিস। বাকিরা এখনও কেন গ্রেফতার হয় নি? এই প্রশ্ন তুলেছেন জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা বাসন্তীর (Basanti) নেতা বিকাশ সর্দার।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায় বুধবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায়। বাসন্তীর বিজেপি চার নম্বর মন্ডলের সহ-সভাপতি অমল মণ্ডলের ওপর হামলা চালানোর অভিযোগ সামনে আসে। একুশের নির্বাচনের ফলঘোষণার পর থেকেই তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ঘরছাড়া ছিলেন। কিছুদিন আগেই পুলিসি নিরাপত্তায় তাঁরা বাড়ি ফেরেন। বুধবার অমল তাঁর কাজ সেরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, পথে বেশ কয়েকজন যুবক তাঁর পথ আটকে দাঁড়ানা। বিজেপি কেন করেন, তা নিয়েই শুরু হয় তর্কাতর্কি। ঝড়খালি পার্বতীপুরের বাসিন্দা অমলের ওপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ। রাস্তায় ফেলেই তাঁকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।

অভিযুক্তরা প্রত্যেকেই এলাকার তৃণমূলের কর্মী। এমনই দাবি আক্রান্তের পরিবারের। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে অভিযুক্তরা অমলকে রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঝড়খালি থানায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় অমলবাবুর পরিবারের তরফ থেকে। পুলিস রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে ২ জনকে।

এলাকার এক বিজেপি নেতা অভিযোগ করে বলেন, ‘ওঁদের একটাই অপরাধ, ওঁরা বিজেপি করেন। ঝড়খালিতে দিলীপ মণ্ডল, বিধান গায়েন এরা সন্ত্রাসের আতুরঘর। বারবার অভিযোগ করা হয়েছে। ২০২১ সালের পর থেকেই বিজেপি কর্মীরা মার খাচ্ছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই তৃণমূল আবারও সন্ত্রাসের পথেই হাঁটছে। আমরা এর বিচার চাই। দোষীদের উপযুক্ত শাস্তি চাই।’

Sudipto

সম্পর্কিত খবর