চলল এলোপাথাড়ি গুলি! ভোট মিটতেই BJP কর্মীকে কুপিয়ে খুন, কালীগঞ্জের ঘটনায় শিউরে উঠবেন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবার প্রকাশিত হবে ফলাফল। তবে তার আগে ফের রক্তাক্ত বাংলা। নদিয়ার (Nadia) কালীগঞ্জে এক BJP কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। নিহতের নাম হাফিজুর শেখ (৩৫)। ভোট পরবর্তী হিংসার জেরেইএই খুন করা হয়েছে বলে দাবি।

কালীগঞ্জের পঁচা চাঁদপুর এলাকা নিবাসী হাফিজুরকে গতকাল সন্ধ্যায় ৩৪ নং জাতীয় সড়কের কাছে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহতের বাড়ির অদূরেই এই ঘটনাটি ঘটেছে বলে খবর। পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যায় ৩৪ নং জাতীয় সড়কের ধারে প্রতিবেশীদের সঙ্গে ক্যারাম খেলছিলেন হাফিজুর। সেই সময়ই তৃণমূল (Trinamool Congress) আশ্রিত কয়েকজন দুষ্কৃতী এসে হামলা চালায় বলে অভিযোগ।

দুষ্কৃতীরা এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তা দেখে হাফিজুর পালাতে যান। কিন্তু অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মৃত্যু নিশ্চিত করতে এরপর তাঁকে কোপানোও হয়। এই ঘটনার পর নিহতের আত্মীয় এবং স্থানীয় বাসিন্দারা কালীগঞ্জ থানা এবং নাকাশিপাড়া থানার বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেহ আটকে রাখেন।

আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট! কী জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার?

এদিকে ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হন নদিয়ার উত্তর সাংগঠনিক জেলার BJP সভাপতি অর্জুন বিশ্বাস। প্রয়াত হাফিজুরের ভাই জয়নুদ্দিন মোল্লা বলেন, ‘লোকসভা ভোটের আগে আমার ভাই BJP-তে যোগ দেয়। সেই কারণে TMC আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে’। অর্জুন বলেন, ‘BJP করার অপরাধে এই খুন হল। TMC এই ঘটনা ঘটিয়েছে। গোটা এলাকা জুড়ে যে ওরা সন্ত্রাস করছে, এটা তার প্রমাণ’।

যদিও তৃণমূলের তরফ থেকে সকল দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার TMC চেয়ারম্যান রুকবানুর রহমান বলেন, ‘এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। আমি যতটা জানতে পেরেছি পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X