গুরুতর অভিযোগ! পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা চাকরিহারাদের শিক্ষকদের! জোর শোরগোল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের (SSC Recruitment Scam) বিকাশ ভবন ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল নেতার সমর্থকদের হামলা থেকে পুলিশের লাঠিচার্জ সহ্য করতে হয় তাঁদের। এবার এই জল গড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। চাকরিহারা শিক্ষকদের যারা মারছেন, হেনস্থা করছেন, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেই। উল্টে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের ওপরেই লাঠিচার্জ করছে পুলিশ (Police)! শুধুমাত্র আন্দোলনকারীদের ক্ষেত্রেই উর্দিধারীদের এই অতিসক্রিয়তা কেন? এই প্রশ্ন তুলে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত ‘যোগ্য’ শিক্ষকদের একাংশ।

মামলা দায়েরের অনুমতি দিল হাইকোর্ট (Calcutta High Court)?

চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলছে। গত বৃহস্পতিবার ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে’র তরফ থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়। সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এবার জল গড়াল উচ্চ আদালত অবধি।

জানা যাচ্ছে, সোমবার পুলিশের বিরুদ্ধে মামলা রুজু করার আবেদন জানান বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের একাংশ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে এই আবেদন জানান তাঁরা। ইতিমধ্যেই সেই আর্জি মঞ্জুর করেছেন জাস্টিস ঘোষ। আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।

আরও পড়ুনঃ কেন সুদীপ-কেষ্টর পদ ‘কেড়ে নেওয়ার’ সিদ্ধান্ত দলের? অবশেষে ব্যাখা দিলেন অভিষেক

আবেদনকারীদের অভিযোগ, তৃণমূল (Trinamool Congress) সমর্থকরা তাঁদের আন্দোলনে হামলা চালিয়েছিল। আন্দোলনকারী শিক্ষকদের মারধর করা হয়েছে। তবে সেই হামলাকারীদের ধরেনি পুলিশ। বরং ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার নামের দুই শিক্ষক নেতাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

Calcutta High Court

আবেদনকারীরা জানিয়েছেন, আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষককে নোটিশ পাঠিয়ে থানায় তলব করা হয়েছে। সরকারি কর্মীদের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এর প্রতিবাদ জানিয়েছেন আবেদনকারীরা।

তাঁদের ওপর হামলাকারীদের ক্ষেত্রে চুপ! অথচ প্রতিবাদকারী চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ। আন্দোলনকারীদের ক্ষেত্রেই পুলিশের এই অতি সক্রিয়তা কেন? এই প্রশ্ন তুলে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন প্রতিবাদকারী ‘যোগ্য’ শিক্ষকদের একাংশ। এই মামলার শুনানিতে কী হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X