বাংলাহান্ট ডেস্কঃ প্রার্থী পদে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তবে থেমে থাকেননি, ওই ভাঙা পা নিয়েই পৌঁছে গেছেন মানুষের কাছে। হুইলচেয়ারে বসেই সভায় পৌঁছে গিয়েছিলেন। তবে সেই সময় এক দলীয় সভা থেকে ‘বারমুডা পরুন’ বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। এবার সেই মন্তব্যের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হল।
গত ২৩ শে মার্চ বান্দোয়ান বিধানসভার বোরো হাটতলা ময়দানে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন দিলিপ ঘোষ। তিনি বলেছিলেন, ‘প্লাস্টার কাটার পর আবারও ব্যান্ডেজ বাধা হয়েছে। শাড়ি পড়ে একটা পা বের করে আর একটা পা খোলা রেখেছেন। এআবার কেমন শাড়ি পড়া? একটা পা খুলে সবাইকে দেখাচ্ছে। তাহলে শাড়ি না পড়ে বারমুডা পড়তেই পারতেন, তাহলেই পরিষ্কার দেখা যেত। আর কত নাটক দেখব’।
রবিবার নির্বাচনে জয়লাভের পরই হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজে পায়ে হেঁটেই উঠেছিলেন সভামঞ্চে। এমনকি শপথ গ্রহণের সময়ও গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই গিয়েছিলেন রাজভবনে। আর তারপরই দিলীপ ঘোষের পূর্বের মন্তব্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হল।
দিলীপ ঘোষের এমন মন্তব্যের প্রতিবাদে অভিযোগ করে মানবাজার দু’নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুজিতকুমার মাহাতো জানিয়েছেন, ‘বাংলার মেয়েকে এভাবে কুকথা বলে অপমান করেছে, যা জঙ্গলমহল, বান্দোয়ানের মানুষ কিছুতেই মেনে নিতে পারেনি। ভোট বাক্সে তাঁর প্রভাব পড়ায় বিপুল ভোটে জিতেছে তৃণমূল’।