বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গোটা ম্যাচে চললো একাধিক সুযোগ নষ্টের প্রতিযোগিতা। সুনীল ছেত্রী (Sunil Chhetri) সহ আরও অনেকেই দলকে এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করেছিলেন। সেই সঙ্গে লেবাননও সন্দেশ ঝিঙ্গানের অনুপস্থিতিতে নড়বড়ে ভারতীয় ডিফেন্সকে বিপাকে ফেললেও গোল তুলে নিতে পারেনি। ফলে শেষপর্যন্ত খেলা অতিরিক্ত সময় পেরিয়ে গড়িয়েছিল পেনাল্টি শ্যুট আউট অবধি।
সেখান থেকে চার ভারতীয় ফুটবলারই পেনাল্টি থেকে গোল করে ভারতের (Indian Football Team) জয় নিশ্চিত করেন। লেবাননের হয়ে প্রথম ও চতুর্থ পেনাল্টিটি মিস করেন হাসান মাতুক ও খালি বাদের। ফলে সাফ কাপের ফাইনাল নিশ্চিত হয়ে গেলো ভারতের। তবে আজ গোল না পাওয়ার ঘটনাটি চাপে রাখবে ভারতীয় দলকে।
ভারতের হয়ে আজ পেনাল্টি শ্যুট আউট থেকে গোল করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী, গ্রূপ পর্বের শেষ ম্যাচে আত্মঘাতী গোল করা আনোয়ার আলী, ইস্টবেঙ্গলের তরুণ তারকা নাওরেম মহেশ সিং এবং অভিজ্ঞ তারকা উদান্তা সিং। ফাইনালে তারা মুখোমুখি হবে গ্রূপ পর্বে তাদের সবচেয়ে বেশি বেগ দেওয়া প্রতিপক্ষ কুয়েতের।
অপরদিকে আজকের অপর সেমিফাইনালে মরিয়া লড়াই করেও ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। জামাল ভূঁইয়ারা ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ হাতছাড়া করেন। প্রায় ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হয় শেখ মোর্সালিন। বাংলাদেশ গোলরক্ষক মরিয়া চেষ্টা না করলে আরও বড় ব্যবধানে হারতে হতো তাদের। শেষপর্যন্ত অতিরিক্ত সময় আবদুল্লা আম্মারের গোলে জয় পায় কুয়েত।