রামলালার দর্শন করতে করতেই মস্তিষ্কে হল জটিল অস্ত্রোপচার! “ভগবানের কৃপায়” সুস্থ হলেন রোগী

বাংলা হান্ট ডেস্ক: ঈশ্বরের (God) প্রতি অগাধ ভক্তি এবং বিশ্বাসের ওপর ভর করে একাধিক কঠিন কাজে সফল হওয়ার কাহিনি আমরা যুগের পর যুগ ধরে শুনে আসছি। যারে রেশ এখনও স্পষ্ট রয়েছে। তবে, এই কলিযুগে এসেও ভক্তের প্রতি ভগবানের মহিমার এমন কিছু অবাক করা বিষয় সামনে আসে যেগুলি জানার পর রীতিমতো চমকে যান সকলেই। ঠিক সেইরকমই এক অবাক করা বিষয় এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শুধু তাই নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে (Ayodhya Ram Manidr) বিরাজমান রামলালাও (Ramlala) উঠে এসেছেন খবরের শিরোনামে।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের গুন্টুরে হাসপাতালে ভর্তি থাকা একজন রোগীর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের সময়, তাঁকে ভার্চুয়াল মাধ্যমে শ্রী রাম মন্দিরের রামলালার প্রাণপ্রতিষ্ঠা সহ রামলালার দর্শন করানো হয়। মূলত, চিকিৎসাধীন রোগী ভগবান রামের প্রবল ভক্ত ছিলেন। এমতাবস্থায়, ওই জটিল অপারেশনের সময় তাঁকে জাগিয়ে রাখার জন্য এমন কিছু করা দরকার ছিল যাতে তিনি ঘুমিয়ে না পড়েন।

A complex surgery was performed on the brain while seeing Ramlala

প্রাণপ্রতিষ্ঠার লাইভ টেলিকাস্টের মাধ্যমে ব্রেন সার্জারি করা হয়: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, শ্রী সাঁই হাসপাতালের চিকিৎসকরা ২৯ বছর বয়সী একজন রোগীকে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখিয়ে মস্তিষ্কের অস্ত্রোপচার করেছেন। পাশাপাশি অস্ত্রোপচারের পরে, রোগী এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! বুলেট ট্রেনের প্রসঙ্গে বড় সুখবর দিলেন রেলমন্ত্রী, চলছে জোরকদমে কাজ

এমতাবস্থায়, গত ২২ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে, নিউরোসার্জন ভাবনাম হনুমা শ্রীনিবাস রেড্ডি জানান, গুন্টুরের চেব্রলুর বাসিন্দা ২৯ বছর বয়সী ডি মণিকান্ত খিঁচুনিতে ভুগছিলেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে, তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা মণিকান্তের মস্তিষ্কের সবচেয়ে সংবেদনশীল অংশ মোটর কর্টেক্সে একটি টিউমার শনাক্ত করেন।

আরও পড়ুন: SBI থেকে ৫ লাখের কার লোন নিয়ে আজই কিনে ফেলুন আপনার স্বপ্নের গাড়ি, দিতে হবে মাত্র এত টাকার EMI

মণিকান্ত হলেন ভগবান রামের ভক্ত: এই প্রসঙ্গে রেড্ডি জানান, তাঁর শারীরিক অবস্থা পরিলক্ষিত করে চিকিৎসকরা বারবার হওয়া গ্লিওমা অপসারণের জন্য একটি অ্যাওয়েক ক্র্যানিওটমি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। চিকিৎসকদের মতে, “আমরা মস্তিষ্কের এবং ইন্দ্রিয়ের ক্ষতি রোধ করতে রোগীকে জাগিয়ে রেখে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছিলাম।” তাঁরা আরও বলেন, “যেহেতু ওই রোগী ভগবান রামের ভক্ত ছিলেন, তাই অস্ত্রোপচারের সময়ে তিনি রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিতে চেয়েছিলেন এবং এটি তাঁকে সাহায্য করেছিল।” এদিকে, ইতিমধ্যেই এই সামগ্রিক বিষয়টি সমগ্ৰ দেশজুড়েই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনাটির প্রসঙ্গ দ্রুতহারে ছড়িয়ে পড়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর