অরিজিতের সামনেই ঠোঁটঠাসা চুমু, বিয়ের প্রস্তাব! অভিনব উপহার দিলেন গায়ক

বাংলাহান্ট ডেস্ক: মিউজিক কনসার্ট বা ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম প্রস্তাব দেওয়া নেওয়ার বিষয়টা এখন আর নতুন নয়। বাইরের বেশ কিছু দেশে আকছার দেখা যায় এমনটা। তবে ভারতে এমন ঘটনা সচরাচর দেখা মেলে না। অরিজিৎ সিংয়ের (Arijit Singh) ঔরঙ্গাবাদ কনসার্ট সাক্ষী থাকল এমন দৃশ্যের। গায়কের সামনেই হল ভর্তি লোকের মাঝে প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন যুবতী।

অরিজিতের ঔরঙ্গাবাদের কনসার্ট এমনিতেই লাইমলাইটে উঠে এসেছে ইতিমধ্যেই। এক শ্রোতার অভদ্রতায় হাতে চোট পেয়েছেন গায়ক। তবে এদিন এই একটা ঘটনাই ঘটেনি। আরো একটি ঘটনার জন্য স্মরণীয় হয়ে থাকল কনসার্টটি। সকলের সামনেই বিয়ের প্রস্তাব দিয়ে একে অপরের ঠোঁটে ঠোঁট ডোবালেন প্রেমিক প্রেমিকা।

arijit 1

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অরিজিতের সামনেই এক যুবতী বলছেন তিনি তাঁর প্রেমিককে বিয়ের প্রস্তাব দিতে চান। পাশেই দাঁড়িয়ে ছিলেন সেই যুবক। অরিজিৎ বলে ওঠেন, তিনি আর তাঁদের মাঝখানে কী করবেন। এই বলে মঞ্চের পেছন দিকে হাঁটতে শুরু করতেই যুবতী চেঁচিয়ে ওঠেন, অরিজিৎকে সাহায্য করতে হবে তাঁকে। গায়কের সামনেই বিয়ের প্রস্তাব দিতে উল্লাসে ফেটে পড়ে শ্রোতারা। এদিকে সকলের সামনেই একে অপরকে চুম্বন করেন ওই প্রেমিক প্রেমিকা।

আর অরিজিৎ? এমন একটি দৃশ্যের সাক্ষী হয়ে এক অভিনব উপহার দেন তিনি ওই যুগলকে। মুহূর্তটা আরো স্মরণীয় করে রাখতে অরিজিৎ গেয়ে ওঠেন, ‘মস্ত মগন’। তাঁর সঙ্গে গলা মেলান সকলেই। এদেশের কোনো গায়কের কনসার্টে এমন লাইভ প্রেমের উদযাপন সম্ভবত এই প্রথম।

https://www.instagram.com/reel/Cr9MNWzqKEt/?igshid=NTc4MTIwNjQ2YQ==

প্রসঙ্গত, এদিনই এক ভক্তের জন্য হাতে গুরুতর চোট পান অরিজিৎ। জনৈক শ্রোতা আচমকাই হাত টেনে ধরে গায়কের। হঠাৎ এমন ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে হাতে গুরুতর চোট পান তিনি। শোরগোল পড়ে যায় শোতে। কিছুক্ষণের জন্য গান থামাতে বাধ্য হন অরিজিৎ।

কিন্তু তাঁর আচরণ দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। হাতে গুরুতর আঘাত পেয়েও এতটুকু মেজাজ হারাতে দেখা যায়নি গায়ককে। বরং ওই ব্যক্তি পালটা তর্ক করার চেষ্টা করলে মাথা ঠাণ্ডা রেখে তাকে বোঝাতে থাকেন তিনি। অরিজিৎ তাকে বোঝান, তিনি যেভাবে তাঁর হাত ধরে টেনেছেন তাতে তাঁর কতটা লেগেছে। তিনি হাত নাড়াতে পারছেন না। তবুও ওই অবস্থাতেই কনসার্ট শেষ করেন অরিজিৎ।

Niranjana Nag

সম্পর্কিত খবর