দেশি নাচে আসর জমালেন সোনা জয়ী নীরজ চোপড়া, চরম ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ ১৩ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে দ্বিতীয় স্বর্ণ পদক জিতে নিয়েছেন হরিয়ানার নীরজ চোপড়া। তারপর থেকেই তিনি এখন সংবাদ শিরোনামে। জ্যাভলিন থ্রো বিভাগে ৮৭.৫৮ মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে ৭ আগস্ট ভারতের স্বর্ণ পদক এনে দিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর প্রতিটি খুঁটিনাটি জেনে নিতে উদগ্রীব সমর্থকরা। তাই একদিকে যেমন ভাইরাল হচ্ছে তার নতুন ভিডিও, তেমনি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হচ্ছে তার পুরনো ভিডিও ভিডিও।

দেশে ফিরেই নীরজ জানিয়েছিলেন, এই পদক শুধু তার একার নয় গোটা দেশের। সেই আবেগেই এখন মত্ত সমর্থকরাও। একদিকে যেমন জানা গিয়েছে সব সময় স্বর্ণপদক পকেটে নিয়েই ভুগছেন নীরজ। তেমনি অন্যদিকে এই অলিম্পিক পদকজয়ীর বিভিন্ন খবর মুঠোফোনে নিয়ে ঘুরছেন সমর্থকরাও। এবার সেই কারণেই সামনে এলো এক অভিনব ভিডিও। এবার সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো ভাইরাল হলো নীরজের নাচ।

https://twitter.com/priyutalks/status/1424094346572230657?s=19

ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন গোবিন্দ নামের একজন ইউজার। ভিডিওতে দেখা যায়, একটি বিয়ে বাড়িতে সাদা শার্টে রীতিমতো মস্তি মুডে নীরজ। বরযাত্রী হিসেবে একেবারে মন খুলে নাচছেন তিনি। ভিডিওর ক্যাপশনে ওই ইউজার লেখেন, “নীরজ ভাই তো একজন পেশাদার বারাতি নৃত্যশিল্পী। হরিয়ানার দেশি ছোঁড়া।”

ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এক লক্ষের কাছাকাছি মানুষ। সকলেই তার এই ডান্স দেখে ভীষণ খুশি। স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম নীরজ যে এখন কতজনের ক্রাশ তা তো বলাই বাহুল্য।

 

Abhirup Das

সম্পর্কিত খবর