তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে কবে? দিনক্ষণ জানিয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

বাংলা হান্ট ডেস্ক: বিরাট সংকটে গোটা বিশ্ববাসী। দু’দুটো বিশ্বযুদ্ধের পর এবার নাকি খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধের (3rd World War) সম্মুখীন হতে চলেছে গোটা পৃথিবী। ইরান-ইজরায়েল যুদ্ধ কিংবা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ক্ষত এখনও দগদগে। এরই মধ্যে আরও এক ভয়াবহ বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী (Future Prediction) করে ফেললেন এক বিখ্যাত ভারতীয় জ্যোতিষী (Indian Astrologer)।

ইতিমধ্যেই সেই বিশ্বযুদ্ধের দিনক্ষণ-ও বলে দিয়েছেন তিনি। যে ভারতীয় জ্যোতিষী এই ভবিষ্যদ্বাণী করেছেন তাঁর নাম কুশল কুমার।সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে দেওয়া বিবরণ অনুযায়ী দেখা যাচ্ছে তিনি মূলত একজন বৈদিক জ্যোতিষী। যিনি গ্রহের অবস্থান দেখানো চার্ট ব্যবহার করে ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর করা ভবিষ্যদ্বাণী ব্যাপক ভাইরাল হয়েছে। কারণ সেখানে ওই জ্যোতিষী জানিয়েছেন ২০২৪ সালেই নাকি গোটা বিশ্বজুড়ে তৈরি হবে এক ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি। এই যুদ্ধে কোরিয়া-চিন-তাইওয়ান, মধ্যপ্রাচ্যের মতো ফ্রন্টলাইনে উঠে আসবে ইজরায়েল।

কোরিয়ার চেইন তাইওয়ান এবং রায় ইউক্রেন রাশিয়ার মধ্যে আরব মারাত্মক হবে যুদ্ধ পরিস্থিতি কয়েকটি দেশে এমন পরিস্থিতি তৈরি হবে যে শাসন ক্ষমতায় থাকা দলগুলিও একে একে ভেঙে পড়বে তাসের ঘরের মতো বাধ্য হয়েও অনেক রাষ্ট্রনেতা করবেন পদত্যাগ

আরও পড়ুন: আরও শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিন্মচাপ! রাজ্যের কোথায় বেশি প্রভাব ফেলবে রেমাল?

ওই জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণী অনুযায়ী আগামী ৮ মে নাগাদ কোরিয়া-চিন-তাইওয়ান, মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধ ক্ষেত্রের হটস্পটগুলির মধ্যে ফ্রন্টে উঠে আসবে ইজরায়েল। তিনি সতর্ক করে দিয়ে জানিয়েছেন দেশ শাসনের মতো ক্ষমতা রয়েছে যাঁদের হাতে তাঁদের পক্ষে আচমকা তৈরী হওয়া এই পরিস্থিতির মোকাবিলা করা মুশকিল হয়ে পড়বে ।

Astrology3

যার ফলে কেউ কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন আবার কেউ পদত্যাগও করতে পারেন। এরপর স্পষ্ট দিন তারিখ উল্লেখ করে জ্যোতিষী তঁর রিপোর্টে জানিয়েছেন, ‘এখন WW3 ট্রিগার করার জন্য সবচেয়ে শক্তিশালী গ্রহের উদ্দীপনার তারিখ হল মঙ্গলবার ১৮ জুন, ২০২৪। যদিও ১০ এবং ২৯ জুনও এর প্রকাশ ঘটতে পারে।’ প্রসঙ্গত ইতিপূর্বে জ্যোতিষী কুশল কুমারের একাধিক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। তাই এখন দেখার তাঁর করা এই  তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী কতটা মেলে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর