এক লক্ষ আতশবাজি গাড়িতে লাগিয়ে অগ্নিসংযোগ যুবকের! তারপর যা হল দেখে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দেশে দীপাবলির (Diwali) মরশুম উপস্থিত। ইতিমধ্যেই সর্বত্র তাই একটি বাড়তি আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি, এই সময়টাতে সকলেই বিভিন্ন আলোতে সাজিয়ে তোলেন চারিদিক। আর তার সাথে থাকে আতশবাজির উপস্থিতিও। বছরের এই নির্দিষ্ট সময়টিতে সবজায়গায় এই একই ছবি পরিলক্ষিত হয়। এদিকে, আতশবাজি (Firecracker) হল এমনই একটি জিনিস যেগুলিতে অত্যন্ত সতর্কতার সাথে অগ্নিসংযোগ করতে হয়। এমনকি, মুহূর্তের ভুলে ঘটে যেতে পারে বড় বিপদও। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে আতশবাজি সংক্রান্ত এমন একটি ঘটনার প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি জানার পর আপনার হুঁশ রীতিমতো উড়ে যাবে।

মূলত, এবার একদল যুবক তাঁদের গাড়িতেই আতশবাজি লাগিয়ে তাতে অগ্নিসংযোগ করে দেন। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই ঘটনাই ঘটিয়েছেন দেশের জনপ্রিয় ইউটিউবার অমিত শর্মা এবং তাঁর টিম। পাশাপাশি, এই চাঞ্চল্যকর ঘটনাটির ভিডিও রেকর্ড করেন তাঁরা। যা ইতিমধ্যেই তাঁদের “Crazy XYZ” নামের ইউটিউব চ্যানেল মারফত সামনে নিয়ে আসা হয়েছে। এদিকে, ভিডিওটি তুমুল ভাইরাল হতেও শুরু করেছে।

রাজস্থানের আলওয়ারে বসবাসকারী ইউটিউবার অমিত শর্মা দীপাবলির ঠিক প্রাক্কালে এই ভিডিওটি তৈরি করেন। মূলত, ওই বিপুলসংখ্যক আতশবাজি একসাথে জ্বলার পর তাঁর গাড়িটির অবস্থা ঠিক কেমন হবে সেটা দেখার জন্যই তিনি ওই ভিডিওটি বানান। ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি ফাঁকা মাঠে তাঁরা গাড়িটিকে চালিয়ে নিয়ে আসেন। তারপরেই গাড়িটির চারিদিকে তাঁরা আতশবাজিগুলিকে টেপের সাহায্যে লাগিয়ে দিতে থাকেন।

একটা সময়ে, পুরো গাড়িটিই ওই আতশবাজিতে রীতিমতো ঢাকা পড়ে যায়। সেটির চতুর্দিকেই লাগিয়ে দেওয়া হয় আতশবাজি। তবে, গাড়িটির সামনের কাঁচটিতে কোনো আতশবাজি লাগানো হয়নি। এমতাবস্থায়, সন্ধ্যে নাগাদ অমিত রিমোটের মাধ্যমে গাড়িতে থাকা ওই আতশবাজিতে অগ্নিসংযোগ করে দেন। আর তারপরেই ঘটে সেই ঘটনা। একইসাথে হাজার হাজার আতশবাজিকে জ্বলতে দেখা যায়। পুরো ঘটনাটি ড্রোন, গো-প্রো ক্যামেরা এবং অন্যান্য ক্যামেরার মাধ্যমে দেখানো হয়।

https://youtu.be/at7ICFF-FAo

দীর্ঘক্ষণ ধরে সেগুলি জ্বলার পর শেষে দেখা যায় যে, গাড়িটির আসল রং রীতিমতো পাল্টে গিয়েছে। যদিও, গাড়িটির বনেটের রং পরিবর্তন হয়ে গেলেও তাতে বড় কোনো ক্ষতি হয়নি। এমনকি, গাড়িটির ব্যাটারিটিও ভালো অবস্থায় ছিল। এমতাবস্থায়, অমিত গাড়িটিকে চালানোর চেষ্টা করলে দেখা যায় যে, গাড়িটি সুন্দরভাবে চলতেও থাকে। এদিকে, এই ভিডিওটিই এখন ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি, একটি গাড়িকেও যে আতশবাজি জ্বালানোর কাজে ব্যবহার করা যেতে পারে তা যেন বিশ্বাসই হচ্ছে না নেটিজেনদের কাছে। ভিডিওটি দেখতে পাল্লা দিয়ে ভিড় বাড়াচ্ছেন সবাই। প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রায় ৪৩ লক্ষ জন ভিডিওটি দেখে ফেলেছেন। সর্বোপরি, এটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানাতে থাকেন নেটাগরিকরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর