মহাকুম্ভের অ্যাকশন! বাজারে পতন সত্বেও টাটা গ্রুপের এই শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে বর্তমান সময়ে ক্রমশ পতন পরিলক্ষিত হচ্ছে। তা সত্বেও টাটা গ্রুপের (Tata Group) একটি শেয়ার রকেটের গতিতে এগিয়ে চলেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ওই শেয়ারের প্রসঙ্গ উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, আমরা যে শেয়ারের বিষয়ে কথা বলছি সেটি হল বেনারস হোটেল লিমিটেডের শেয়ার। বেনারস হোটেলের শেয়ার মঙ্গলবার লেনদেনের সময়ে ১০ শতাংশ বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এই শেয়ার ১০,৭৮৯ টাকার ইন্ট্রাডে হাই-তে পৌঁছে গিয়েছে।

টাটা গ্রুপের (Tata Group) এই শেয়ারের দুর্দান্ত পারফরম্যান্স:

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, একদিকে যখন বেশিরভাগ শেয়ারের পতন লক্ষ্য করা যাচ্ছে, সেখানে এই বছর এখনও পর্যন্ত সেই শেয়ারে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এদিকে, এই শেয়ারের এহেন বৃদ্ধির পেছনে একটি বড় কারণও রয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কুম্ভমেলার জন্য চাহিদা বেড়েছে: আসলে, টাটা গ্রুপের (Tata Group) শেয়ারের এই বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হল, সংস্থার ডিসেম্বর ত্রৈমাসিক এবং মহাকুম্ভ মেলা। তৃতীয় ত্রৈমাসিকের ভালো ফলাফল সহ চলমান কুম্ভমেলার মধ্যে চাহিদা বৃদ্ধির কারণে এই শেয়ারে বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। যার কারণে মার্চ ত্রৈমাসিকে রেভিনিউতেও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

A huge increase in this share of Tata Group.

এদিকে, এই শেয়ারের স্মার্ট র‍্যালি এবছর সোনার দামের ১১ শতাংশ বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে। যা সম্পদ শ্রেণির মধ্যে সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। জানিয়ে রাখি যে, বেনারস হোটেল লিমিটেড, ১৯৭১ সালে গঠিত একটি সংস্থা। যেটি বিলাসবহুল এবং বাজেট হোটেলগুলি পরিচালনা করে। এর মধ্যে রয়েছে বারাণসীর তাজ গঙ্গা এবং নাদেসার প্যালেস। সেইসাথে মহারাষ্ট্রের গোন্দিয়ার জিঞ্জার হোটেলও অন্তর্ভুক্ত রয়েছে। এই কোম্পানিটি ২০১১ সালে দ্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL)-এর একটি সাবসিডিয়ারি হয়ে উঠেছে। যেখানে IHCL ফার্মে ৪৯.৫৩ শতাংশ শেয়ার হোল্ডিং রয়েছে।

আরও পড়ুন: কাজ করছে না কোনও প্ল্যান! ভারতের এই একটি চালেই শোচনীয় অবস্থা পাকিস্তানের

বিস্তারিত: জানিয়ে রাখি যে, বেনারস হোটেল লিমিটেডের (Tata Group) শেয়ার গত জানুয়ারিতে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারপরে ফেব্রুয়ারিতে ০.৩ শতাংশের সামান্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এদিকে, মঙ্গলবার টাটা গ্রুপের শেয়ার ৮.৫ শতাংশ বেড়ে ১০,৫৫৫.৬৫-এর ইন্ট্রা-ডে হাইতে পৌঁছেছে। বর্তমানে, এটি এই মাসের শুরুতে রেকর্ড করা ১১,৮০০-এর সর্বকালের সর্বোচ্চ ১০.৫ শতাংশ নিচে রয়েছে। গত বছরে, এই শেয়ারটি মাত্র ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল। কিন্তু দীর্ঘ মেয়াদে, এটি গত তিন বছরে ৪৫০ শতাংশের বেশি বেড়েছে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশেষ ছাড়! টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের জন্য বড় পদক্ষেপ BCCI-র

ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল: বেনারস হোটেলস ডিসেম্বরের ত্রৈমাসিকে একটি দুর্ধর্ষ পারফরম্যান্স রেকর্ড করেছে। যেখানে নেট বিক্রয় ৩৮.৮৭ কোটি টাকায় পৌঁছেছে। যা ১ বছরের আগের সময়ে ছিল ৩৩.৬১ কোটি টাকা। অর্থাৎ, এই পরিসংখ্যানে ১৫.৬৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে। এদিকে কোম্পানির নিট মুনাফা ২০২৩ সালের ডিসেম্বরে থাকা ১১.৩০ কোটি টাকা থেকে ১৯.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩.৫৬ কোটি টাকা হয়েছে।এছাড়াও, EBITDA গত বছরের ১৬.৭১ কোটি টাকার তুলনায় ১৯.১২ শতাংশ বেড়ে ১৯.৯২ কোটি টাকা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর