বাংলা হান্ট ডেস্ক : অদ্ভুত এক দৃশ্য দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায়। নীল-সাদা শাড়ি, ফুল স্লিভ ব্লাউজ, বুকের বাঁ দিকে শাড়ির উপরে তৃণমূলের প্রতীক সাঁটা রয়েছে। মাথার চুল আধা কাঁচা আধা পাকা। এক মহিলাকে দেখা গেল অভিষেকের সভার জন্য দেওয়া ব্যারিকেডের উপর দাঁড়িয়ে দলনেতার উদ্দেশে চিৎকার করে বলে চলেছেন, ‘দাদা আমার আবেদনটা একবার শুনুন, দাদা আমার আবেদনটা একবার শুনুন।’
বুধবার ওন্দাতে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সভা শেষে করে যখন বেরিয়ে যাচ্ছেন তখনই ঘটে এই ঘটনা। তাঁকে অবশ্য নিরাশ করেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিরাপত্তারক্ষীরা ওই মহিলাকে অভিষেকের কাছে নিয়ে আসেন। অভিষেক তাঁর কথা মন দিয়ে শোনেন। জানা যাচ্ছে, তৃণমূলের এক নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন ওই মহিলা। তাঁর নাম প্রিয়াঙ্কা গোস্বামী। ওন্দার রামসাগরের বাসিন্দা। তাঁর অভিযোগ, ওন্দা ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি আশিস দে চাকরি দেওয়ার নামে টাকা নেন।
প্রিয়াঙ্কা বলেন, ‘সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি নামের স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার নামে আমার থেকে আশিস দে ৯৫ হাজার টাকা নিয়েছিলেন।’ তাঁর আরও দাবি, করোনার সময়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থার ৭০ জন কর্মী বাড়ি বাড়ি ঘুরে মাস্ক, স্যানিটাইজার বিলি করেছেন। পরে জানা যায় ওই সংস্থাটিই ভুয়ো। প্রিয়াঙ্কা বলেন, ‘পঞ্চাশ হাজার টাকার রসিদ দেওয়া হয়, বাকি টাকার কোনও রসিদ দেওয়া হয়নি।’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক আশিস দে। তিনি বলেন,“সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। করোনার সময় প্রিয়াঙ্কার চাইনিজ রেস্তোরাঁ চলছিল না। ওর স্বামী আমার বন্ধু। প্রিয়াঙ্কা ও তার স্বামীর সঙ্গে আমি ওই স্বেচ্ছাসেবী সংস্থায় যায়। সেখানে প্রিয়াঙ্কা কাজ পান। তিনি কাজও করেছিলেন। কিন্তু কোভিডের পরবর্তী সময় ওই সংস্থা বন্ধ হয়ে যায়। তখন সবাই আন্দোলন শুরু করেন। তবে প্রিয়াঙ্কা গোস্বামী ৭০-৭৫ হাজার টাকা ফেরত পান। আমার সঙ্গে টাকার কোনও লেনদেন হয়নি। বিজেপি ওকে দিয়ে চক্রান্ত করে অভিযোগ করাচ্ছে।’
প্রিয়াঙ্কার অভিযোগ, তাঁর উপরে হামলাও চালানো হয়। তাঁর দোকান পাঁচ মাস বন্ধ ছিল। স্থানীয় নেতাদের সব জানিয়েও কিছু লাভ হয়নি। যদিও পুলিশের সহায়তা পেয়েছেন। তাই ছদ্মবেশ ধরে জনসভায় এসে অভিষেকের কাছে অভিযোগ জানান তিনি। এমনকী আশিস দে-কে দল থেকে তাড়িয়ে দেওয়ার দাবিও তুলেছেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, ‘অভিষেক তাঁকে জানিয়েছেন, ন্যায় পাবেন।’