দিল্লী নির্বাচনের ফলাফল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সংখ্যায় মিম-ভিডিও, হাসির ছলে চলছে রাজনীতির চর্চা

বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে দিল্লী বিধান সভা নির্বাচনের ফলাফল। মোদী-অমিত শাহ জুটিকে হেলায় হারিয়ে আম আদমি পার্টি ফের একবার রাজত্ব করতে চলেছে। দিল্লী মসনদে ফের একবার বসবেন অরবিন্দ কেজরিওয়াল।

অরবিন্দ কেরজিওয়ালের হ্যাটট্রিকেরই ইঙ্গিত মিলেছিল দিল্লীর এক্সিট পোল থেকেই। ভোটগণনা শুরু হতে সেই ট্রেন্ডই  পাল্লাই ভারী হতে থাকে। কিন্তু এবারের লড়াই নেহাত সহজ ছিল না। ২৭০ জন সাংসদ, ৭০ জন মন্ত্রী, ৪০জন স্টার প্রচারক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথদের মতো হেভিওয়েট নেতার জনসভা থেকে ধর্মের ভিত্তিতে মেরুকরণের চেষ্টা- সবকিছুর সঙ্গেই হাড্ডাহাড্ডি লড়াই করেছে আম আদমি পার্টি। এ কথা ঠিক যে আপের আসন কমেছে। প্রত্যাশার তুলনায় ভাল ফল করেছে বিজেপি। কিন্তু আম আদমি পার্টির আসন টলানো যায়নি।

মূলত CAA ও  NRC নিয়েই কেন্দ্রীয় সরকারকে বর্তমানে তুলোধনা করছেন বিরোধীরা। দিল্লীতে  মোদী-অমিত শাহ জুটির হারের পর সেই আক্রমন আর ছড়িয়ে পড়েছে। বিজেপির নেতা মন্ত্রীদের নিয়ে একের পর এক মিম ( meme) ছড়িয়ে পড়ছে নেট জগতে। যা দেখে হেসে খুন নেটিজেন

 

https://twitter.com/BhaiDesibhai10/status/1227136185689989120?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1227136185689989120&ref_url=https%3A%2F%2Fwww.indiatimes.com%2Ftrending%2Fsocial-relevance%2Fdelhi-election-result-memes-506138.html

https://twitter.com/shanu_sab/status/1227135356736360448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1227135356736360448&ref_url=https%3A%2F%2Fwww.indiatimes.com%2Ftrending%2Fsocial-relevance%2Fdelhi-election-result-memes-506138.html

https://twitter.com/SudhirRTI/status/1227123705223925760?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1227123705223925760&ref_url=https%3A%2F%2Fwww.indiatimes.com%2Ftrending%2Fsocial-relevance%2Fdelhi-election-result-memes-506138.html

 


সম্পর্কিত খবর