রাস্তায় পানের পিক ফেলায় চরম শাস্তি! জামা খুলিয়ে যুবককে দিয়ে রাস্তা পরিস্কার করাল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশ করোনা আতঙ্কে ভুগছে। প্রতিদিনই হুহু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। আর এর মধ্যে নানারকম সচেতন করার চেষ্টা করছে পুলিশ। এ রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখনো পর্যন্ত রাজ্যে মোট ৫৭২ জন আক্রান্ত হয়েছে, আর এই মারক ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৩ জনের।

পুলিশ এবং সরকারের তরফ থেকে বারবার সচেতন করার পরেও এমন কিছু ঘটনা ঘটছে যেটা সহ্যনিয় নয়। এবার রাস্তায় থুতু ফেলে বড় বিপাকে এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। সেখানে বুধবার সকালে প্রকাশ্য রাস্তায় পানের পিক ফেলে এক যুবক।

ঘটনাটি পুলিশের নজরে আসতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়। ট্রাফিক পুলিশ অভিযুক্ত যুবককে ডেকে শাস্তি হিসেবে তাঁর জামা খুলিয়ে রাস্তা পরিস্কার করায়। ঘটনার পর অভিযুক্ত যুবক বলেন, অনেক বড় ভুল করে ফেলেছি আগামী দিনে এরকম ভুল আমার তরফ থেকে আর হবে না।

বললেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ বলেন, যাঁদের সচেতনতা আসে না, তাঁদের এইভাবেই শায়েস্তা করতে হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর