উড়ন্ত বিমানেও পকেটমার! কয়েক লক্ষ টাকা চুরি করেও মিলল না স্বস্তি

বাংলা হান্ট ডেস্ক: বাস কিংবা ট্রেনের মত গণপরিবহণগুলিতে (Public Transportation) “পকেটমারি”- র ঘটনার প্রসঙ্গ আমরা প্রায়ই শুনতে পাই। ভিড়ের সুযোগ নিয়ে সেখানে নিজেদের হাতসাফাই করে ফেলেন পকেটমারেরা। যার জেরে রীতিমতো বিপদে পড়তে হয় যাত্রীদের। সর্বোপরি, চরম সতর্কতা অবলম্বন করলেও রেহাই পাওয়া যায় না পকেটমারদের হাত থেকে। এমনকি, কখনও কখনও মোবাইল কিংবা ক্রেডিট কার্ডের মত গুরুত্বপূর্ণ জিনিসগুলিও চুরি করে ফেলেন তাঁরা।

কিন্তু, এবার যা ঘটেছে তাতে কার্যত চক্ষু চড়কগাছ হয়েছে সবার। জানা গিয়েছে, আকাশপথেও চুরির সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের। হ্যাঁ, বিষয়টি শুনে অবিশ্বাস্য মনে হলেও এবার ঠিক এমনই এক ঘটনা সামনে এসেছে। মূলত, আমেরিকান এয়ারলাইন্সে ভ্রমণকারী এক যাত্রী বিমানের ভেতরে তাঁর ২ সহযাত্রীর টাকা অবলীলায় “হাতসাফাই” করে ফেলেন।

তবে, তিনি সেখানেই থেমে থাকেননি। পাশাপাশি দু’টি ক্রেডিট কার্ডও চুরি করে নেন ওই ব্যক্তি। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানটি বুয়েনস আয়ার্স থেকে মিয়ামির উদ্দেশ্যে যাচ্ছিল। এই প্রসঙ্গে “ডেইলি মেইল”-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ওই অভিযুক্ত ব্যক্তি তাঁর দুই সহযাত্রীর কাছ থেকে মোট সাড়ে আট লক্ষ টাকা চুরি করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম ডিয়েগো সেবাস্তিয়ান রেডিও।

এমতাবস্থায়, আমেরিকান এয়ারলাইন্সের AA fight 900 বিমানটি মিয়ামিতে অবতরণ করার পর কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের আধিকারিকরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, এয়ারলাইন্সের কর্মীরা জানিয়েছেন যে, বিমানের যাত্রীদের ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হতে থাকে। তিনি বারংবার নিজের সিটে উঠতে-বসতে থাকেন। এমনকি, কিছুক্ষণের জন্য তিনি অন্য একটি সিটে বসেছিলেন বলেও অভিযোগ করা হয়। শুধু তাই নয়, একটা সময়ে রেডিওর হাতে এক মহিলার মানিব্যাগও দেখতে পাওয়া গিয়েছিল।

মিয়ামিতে পৌঁছে গ্রেফতার করা হয় তাঁকে:
এমতাবস্থায়, মিয়ামিতে আসার পরে রেডিওর জিনিসপত্র তল্লাশি করলে দেখা যায় যে, তাঁর কাছ থেকে মোট ১০,৭৩২ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, তাঁর কাছে দু’টি ক্রেডিট কার্ডও ছিল। উল্লেখ্য যে, বুয়েনস আয়ার্স থেকে মিয়ামি পৌঁছতে বিমানে সাড়ে নয় ঘণ্টা সময় লেগেছিল। ওই সময়টায় বিমানের ভেতরে রেডিও বারংবার সন্দেহজনক কাজ করতে থাকেন। পাশাপাশি, বিমানটি মিয়ামিতে পৌঁছানোর সাথে সাথে সংশ্লিষ্ট কর্মীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। যার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে অভিযুক্ত রেডিওকে আটক করা হয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর