সন্তান কোলে নিয়ে রুপশ্রী প্রকল্পে নাম লেখাতে গিয়েছিলেন মহিলা, ঠাঁই হল শ্রীঘরে

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) এক স্বপ্নের প্রজেক্ট ‘রূপশ্রী’ (rupashree project)। ‘কন্যাশ্রী’ প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন ছাত্রীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার, তেমনি বিবাহযোগ্যা যুবতীদেরও পাশে দাঁড়াতে তৎপর হয়েছেন মমতা। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে বিবাহের আগে বিবাহযোগ্য কন্যাদের হাতে তুলে দেওয়া হয় এককালীন ২৫ হাজার টাকা। কিন্তু অন্যান্য প্রকল্পের মত প্রকল্প ঘিরেও বেশকিছু দুর্নীতির অভিযোগ এসেছে রাজ্যের নানা প্রান্ত থেকে।

মঙ্গলবার ফের এমনই এক ঘটনা সামনে এলো  উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকে। রাজ্য সরকারের আর্থিক সহায়তার এই প্রকল্পে নাম লেখাতে এসে ধরা পড়লেন এক সন্তানের জননী। সূত্রে জানা গিয়েছে মহিলার নাম নেহা পারভীন। বাড়ি গোয়ালপোখর অঞ্চলের দুলহাভিটা এলাকায়। বিবাহিতা হওয়া সত্ত্বেও এই প্রকল্পের নাম লেখাতে আসেন ওই মহিলা।

নিজের সন্তানকে নিয়েই এদিন ব্লক অফিসে যান ওই মহিলা, আর তা দেখেই সন্দেহ হয় ব্লক প্রশাসনিক আধিকারিকদের। তাই নেহার ফর্ম ফিলাপ চলাকালীন গোয়ালপোখর থানায় খবর দেন তারা। পুলিশ আসতেই বেরিয়ে আসে আসল সত্য। কার্যত ক্যামেরার সামনেই ওই মহিলা স্বীকার করে নেন নিজের দোষ।

এরপর তাকে পুলিশের হাতে তুলে দেন প্রশাসনিক আধিকারিকরা। আধিকারিকদের দাবি কয়েকদিন ধরেই এই এলাকাতে দুর্নীতির গুঞ্জন কানে আসছিল তাদের। আর তাই সতর্ক ছিলেন তারা। এ বিষয়ে বলতে গিয়ে মহকুমা শাসক সপ্তর্ষি নাগ জানান, “সরকারি টাকা নয়ছয় করলে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রেও ওই মহিলার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর