মদের বোতল দাঁত দিয়ে খুলে লম্বা চুমুক, সূরাপ্রেমী বানরের কান্ড চরম ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া আসার পর থেকে এমন এমন ঘটনাও ভাইরাল হয় যা দেখে না হেসে পারা যায় না। কথায় বলে, সূরা প্রেমীর কোন তাল জ্ঞান থাকেনা। এতদিন নিশ্চয়ই আপনিও জানতেন, মদের প্রেমে পরে মানুষই। তবে এবার যে ভিডিও সামনে এলো তা দেখলে আপনার এই ভুল ভাঙতে বাধ্য। বিপিন বাবুর কারণ সুধার প্রেমে শুধু যে মানুষ পড়ে তাই নয়, প্রেমে পড়ে তার পূর্বপুরুষ বানরও। অন্তত এমনটাই দেখা গেল মধ্যপ্রদেশের মান্ডালা থেকে সামনে আসা এই ভিডিওটিতে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দীর্ঘদিন লকডাউনের পর খোলা একটি মদের দোকানে ঢুকে পড়েছে একটি বানর। ঠিক পুরনো খরিদ্দারের মতই একটি মদের বোতল নিয়ে শুরু করেছে টানাটানি। তার কান্ড দেখে রীতিমতো হেসে গড়াগড়ি সকলে। দোকানি তাকে বিস্কুট দেওয়ার চেষ্টা করলেও বানরের কিন্তু কোন দিকে হুশ জ্ঞান নেই। একমনে দাঁত দিয়ে সে চেষ্টা করে চলেছে বোতলের ছিপি খোলার।

তার এই অদ্ভুত কান্ড দেখে এতটাই হতবাক হয়ে যায় সকলে, যে তাকে তাড়ানোরও চেষ্টা করেনি কেউই। ১৪ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যায়, বেশ কিছুক্ষণ দাঁত দিয়ে কসরত করার পর অবশেষে বোতলের ছিপি খুলে ফেলে বানরটি। আর তারপর যে কান্ড ঘটলো তাতে আরও অবাক সকলে। ছিপি খুলেই বানরটি সোজা পানীয় চালান করলো মুখের ভিতরে। ১৪ সেকেন্ডের ক্লিপটি এখন রীতিমতো ভাইরাল।

https://youtu.be/Y_70CNqyrYg

অনেকেই বলছে বানর বলে কি মানুষ নয়? লকডাউন শেষ হতে না হতেই মদের দোকানের সূরা প্রেমীদের লাইন দেখে বোঝা গিয়েছিল, ভীষণ প্রিয় এই নেশার দ্রব্যটিকে কিভাবে মিস করছিলেন তারা। তবে সূরা আসক্ত বানরও যে বিরল নয়, প্রমাণ করে দিল এই ভিডিওটি।

 

Abhirup Das

সম্পর্কিত খবর