মূর্তি ভাঙচুর অতীত! এবার মন্দিরের জায়গাতে তৈরি আস্ত মসজিদ, তোলপাড় দিনাজপুর

বাংলা হান্ট ডেস্ক : পড়শি রাষ্ট্র বাংলাদেশ (Bangladesh) থেকে নতুন এক খবর সামনে এসেছে যা বেশ চমকে দেওয়ার মতোই। বাংলাদেশে নিকট অতীতে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর একের পর এক অত্যাচারের ঘটনা সামনে এসেছে। ফি বছর একের পর এক দুর্গা প্রতিমা ভাঙ্গা হোক কি সরস্বতী পুজোয় বাধা সৃষ্টি করা। সমস্ত ঘটনাই ঘটতে থাকে প্রকাশ্য দিবালোকে।

এবার খবর আসছে মন্দিরের (Mandir) জমিতেই নির্মাণ হচ্ছে মসজিদ (Masjid)। সংখ্যাগুরুর এমন ব্যবহার হতবাক করেছে ইন্টারনেটকে। বাংলাদেশী দৈনিক কালবেলা পত্রিকা জানিয়েছে কান্তজিউ মন্দিরের (Kantajiu) জমিতে নির্মাণ করা হচ্ছে নতুন মসজিদ। আর এজন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে তৈরি করা হয়েছে ভুয়ো কাগজ।

জাল কাগজপত্র তৈরী করে দিনাজপুরের কাহারোলে পুরাকীর্তি সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দিরের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি এই ঘটনায় যুক্ত রয়েছেন সেদেশের একজন সাংসদ! খবরে উল্লেখ করা হয়েছে যে, দিনাজপুরের সংসদ সদস্য খোদ মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন : ফের প্রায় ১০০ ট্রেন বাতিল শিয়ালদা লাইনে! বিপাকে যাত্রীরা, রইল ক্যান্সেলের তালিকা

এদিকে নির্মাণকাজ বন্ধ করার জন্য লিখিত অভিযোগ জমা করা হয়েছে। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা করেছেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ। এদিকে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. জাকারিয়াকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি পুরো বিষয়টি জানতেন না বলে উত্তর দেওয়া থেকে এড়িয়ে গিয়েছেন।

আরও পড়ুন : ‘কেজরিবালের মুখোশ খুলব!’ অরবিন্দের পর্দা ফাঁস করে রাজসাক্ষী হওয়ার দাবি সুকেশের

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এখানেই শেষ নয়। কিছু সময় আগে বাংলাদেশী হিন্দুদের পবিত্র চন্দ্রনাথ পাহাড়ে বিফ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। তাছাড়া সম্প্রতি দেখা যায় এক হিন্দু তরুণীকে জোর পূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। আর এই তালিকায় নতুন সংযোজন মন্দিরের জমিতে মসজিদ নির্মাণ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর