কেরলের কলেজে বিতর্কিত পোস্টার! লেখা আছে ‘ভারত আমার দেশ না!” নীচে SFI এর নাম

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেরলের (Kerala) কিছু সরকারি কলেজে ভারত বিরোধী বিতর্কিত পোস্টারের মামলা সামনে এসেছে। এই বিষয়ে পুলিশ মামলা দায়ের করেছে। পুলিশ অনুযায়ী, কলেজের দেওয়ালে ওই বিতর্কিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা ছিল, ‘ভারত আমার দেশ না।”

কেরলের দুটি সরকারি কলেজে এই বিতর্কিত পোস্টার দেখা যায়। কেরলের ব্রেনেন কলেজ (Brennen college) আর আইটিআই কলেজে (ITI college) মালামপুঝায় (Malampuzha) লাগানো এই পোস্টারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই পোস্টারের নীচে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (Students’ Federation of India) এর নাম লেখা আছে। যদিও SFI জানিয়েছে যে, তাঁরা এই কাজ করেনি।

ওই পোস্টারে মালায়ালম ভাষায় লেখা, ‘ভারত আমাদের দেশ না, ভারতের দুষ্ট মানুষ আমাদের ভাই বোন না। এইরকম দেশকে আমি ভালবাসিনা, আর না এই দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গর্বিত। আমি এরকম পরিস্থিতি আর এই জঙ্গিদের সাথে থাকতে লজ্জা বোধ করি।”

সাব ইনস্পেক্টর ধর্মাদোম সংবাদসংস্থা এএনআই কে জানায়, ১৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর মামলার তদন্ত করছে পুলিশ। এই পোস্টার গুলোকে দিল্লী হিংসার সাথে জুড়ে দেখছে পুলিশ।

X