এমি মার্টিনেজের হাত ধরে বাংলায় যেন নেমেছে অকাল ফুটবল বিশ্বকাপের আসর! কান্ডারি শতদ্রু

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বাংলাদেশকে খানিক ছুঁয়ে তারপর সোমবার বিকেলে পা রেখেছেন কলকাতায় (Kolkata)। দুই দিনের বঙ্গ সফরে আসা সদ্য বিশ্বকাপজয়ী অ্যাস্টন ভিলার তারকা গোলরক্ষক, আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপের খরা কাটানোর অন্যতম কান্ডারি এমি মার্টিনেজকে (Emi Martinez) নিয়ে বাংলায় ফুটবলপ্রেমীদের উন্মাদনা বর্তমানে তুঙ্গে। তার উপস্থিতি যেন অসময়ে জন্ম দিয়েছে বিশ্বকাপের মতো এক উত্তেজনাময় পরিস্থিতির। ফুটবলপাগল বাঙালির হৃদয়ে রয়েছে একবার হলেও দিবু মার্টিনেজকে চাক্ষুস করার ব্যাকুল মনবাসনা।

এরই মধ্যে মঙ্গলবার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত হয়েছিল ‘তাহাদের কথা’ নামক একটি অনুষ্ঠান, যার মূল আকর্ষণ ছিলেন এমি। সেই অনুষ্ঠান প্রাঙ্গনে সমর্থকদের উন্মাদনা দেখে আপ্লুত আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো তারকা নিজেও। উক্ত অনুষ্ঠানে আরও একটি অসাধারণ বিষয় চোখে পড়েছে। বাংলা ও বাঙালির গর্ব মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবকে এদিন যেন মিলিয়ে দিয়েছিল এমির উপস্থিতি। দুই ক্লাবের তরফ থেকেই কোপা আমেরিকা ২০২১ ও ২০২২ কাতার বিশ্বকাপের নায়ককে সংবর্ধিত করা হয়।

এই অনুষ্ঠানের শেষে আয়োজকদের তরফ থেকে সমর্থকদের জন্য ছিল জমকালো বাঙালি খাবারের ব্যবস্থা। অনুষ্ঠান শেষ হওয়ার পর মেলা প্রাঙ্গণ থেকে মার্টিনেজ চলে যান মোহনবাগান ক্লাবে। যেখানে গোটা মাঠ ভরিয়ে অপেক্ষা করছিলো সবুজ মেরুণ জনতা। ক্লাবের ফুটবলপ্রেমী মানুষদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নিজের মার্জিত ব্যবহারে তাদের মন জয় করে এমি চলে আসেন আরেকটি কর্পোরেট ইভেন্টে। সেই ইভেন্টে উপস্থিত ছিলেন গত কয়েক মাসে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠা সঞ্জীব গোয়েঙ্কা।

goenka emi
মোহনবাগান সমর্থকদের প্রিয় সঞ্জীব গোয়েঙ্কা ও এমি মার্টিনেজ

সকলেই জেনে গিয়েছেন এতদিনে যে এমি মার্টিনেজের ভারত সফর বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে ফুটবলপাগল কলকাতা সফরের আসল কান্ডারি হলেন নিজেকে স্পোর্টস ইনফ্লুয়েন্সর হিসেবে পরিচয় দেওয়া ফুটবল পাগল বাঙালি শতদ্রু দত্ত। ব্রাজিলিয়ান কিংবদন্তি ২০১৫ সালে মূলত তার উদ্যোগেই দ্বিতীয়বার ভারত সফরে এসেছিলেন। অতীতে পেলে ছাড়াও ম্যারাডোনা, কাফু, ভালদেরামাদের মতো কিংবদন্তিদের হাজির করেছেন বাংলার ফুটবলকে সমৃদ্ধ করতে। এবার তিনি আরও এক বিশ্বজয়ীকে কলকাতায় হাজির করিয়েছেন। তাই তাকে নিয়েও রয়েছে উন্মাদনা। আজকের দ্বিতীয় ইভেন্টে মার্টিনেজকে সাধারণ মানুষদের সামনে নিয়ে আসেন শতদ্রু দত্ত। সুযোগ করে দেন এমি মার্টিনেজকে কাছ থেকে চাক্ষুস দেখার।

emi shatadru
আর্জেন্টিনার বিশ্বজয় কারণ ও মার্টিনেজের কলকাতা সফরের কান্ডারি শতদ্রু দত্ত একসাথে

 

জানা গিয়েছে কলকাতায় শেষ দিনের সফরে মার্টিনেজ যাবেন শ্রীভূমি, কোন্নগর ও সন্তোষ মিত্র স্কোয়ারের বিভিন্ন অনুষ্ঠানে। বাংলা কাঁপিয়ে ফিরে যাবেন আর্জেন্টিনায় এবং কিছুদিন বিশ্রাম নিয়ে শুরু করবেন নতুন মরশুমের প্রস্তুতি। তার আগে শতদ্রু বাবু যে অবিশ্বাস্য ব্যাপার ঘটিয়ে দেখিতেছেন তার মতো কিংবদন্তিকে কলকাতায় এনে, তাতে বলাই যায় যে তিনিই এখন বড় ভরসা বাংলার ফুটবল পাগল মানুষদের কাছে তাদের পরবর্তী বিশ্ববরেণ্য ফুটবলারদের কাছে পাওয়ার

বাংলার ফুটবল যতদিন বেঁচে থাকবে, আবেগও ততদিন একইরকম থাকবে। শতদ্রু বাঙালির আর্জেন্টিনাপ্রেমী মানুষদের স্বপ্ন পূরণ করলেন এবং তিনি কথা দিয়েছেন যে অদূর ভবিষ্যতে আরও বিশ্ব কাঁপানো মহাতারকাসম ফুটবলারদের তিনি বাংলার বুকে নিয়ে আসবেন। এর পাশাপাশি বাংলার মানুষের কাছে এদিন স্বপ্নপূরণের দিন ছিল বলে দাবি করেছেন তিনি। এসবের মাঝেই মার্টিনেজ কিছুক্ষণের জন্য সাক্ষাৎ করেন ইভেন্টে উপস্থিত বাংলাহান্ট টিমের সাথে। বাংলাহান্ট ব্যাচ হাতে বলনেন ‘আই লাভ বাংলাহান্ট’। বাংলাহান্ট কৃতজ্ঞ বিশ্বজয়ী ফুটবলার মার্টিনেজকে কাছে পেয়ে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর