বাংলাহান্ট ডেস্ক : হিমাচলে চমক বিজেপির। কথায়-কথায় নিজেকে চা-ওয়ালা বলে জাহির করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তবে তিনি যে সত্যিই চা বিক্রি করতেন তার কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি এখনও। তবে এবার সত্যিই এক চা-ওয়ালাকে (Tea shop owner) প্রার্থী করল রাজ্য বিজেপি (BJP)।
আসন্ন হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে (Himachal Pradesh Assembly Poll) সিমলা শহরাঞ্চলের (Shimla Urban seat) আসনে চার বারের বিধায়ক সুরেশ ভরদ্বাজকে (Suresh Bhardwaj) সরিয়ে সঞ্জয় সুদ (Sanjay Sood) নামের এক চা বিক্রেতাকে প্রার্থী করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে গেরুয়া শিবিরের একনিষ্ঠ কর্মী তিনি। তারপরও বিধানসভা ভোটে লড়াই করার যে সুযোগ তিনি কোনওদিন পাবেন তা স্বপ্নেও ভাবতে পারেন নি সামান্য চায়ের দোকানদার সঞ্জয় সুদ (Sanjay Sood)। প্রার্থী করার জন্য বিজেপি শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতাও জানান তিনি।
আগামী ১২ নভেম্বর ৬৮ আসনে হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন। গণনা হবে ৮ ডিসেম্বর। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই দুই দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক রয়েছে সিমলা শহরাঞ্চলের (Shimla Urban seat) আসনে। ওই আসনে গত চার বারের বিধায়ক সুরেশ ভরদ্বাজকে সরিয়ে স্থানীয় চায়ের দোকানদার সঞ্জয় সুদকে প্রার্থী করা হয়েছে। অপরদিকে ভরদ্বাজকে কাসুমপ্তি আসন থেকে প্রার্থী করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। মন্ত্রীর মতো একজন হেভিওয়েট প্রার্থীকে সরিয়ে সেখানে যে একজন চা-ওয়ালাকে দাঁড় করানো হবে তা কেউই ভাবতেও পারেননি।
সিমলা (শহরাঞ্চল) (Shimla Urban seat) আসনে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন সেই সঞ্জয় সুদ দীর্ঘদিন ধরেই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে জড়িত। আর্থিক অস্বচ্ছ্বলতার কারণে বেশিদূর পড়াশোনা করতে পারেননি। জীবিকা নির্বাহে ১৯৯১ সালে চায়ের সিমলা শহরে চায়ের দোকান খোলেন। এরই সঙ্গে এলাকার বাসস্ট্যান্ডে একটি সংবাদপত্রের স্টলও রয়েছে তাঁর।